সাহিত্য

স্বপ্ন

স্বপ্ন
  মধ্যরাতের ক্লান্তি ভুলে কখনো নির্বাক শ্রোতা হওয়া মন্দ কিছু নয়, ভাষা প্রয়োগে মাঝে মাঝেই ব্যার্থ হই, কী বলবো? এমন একটা অনুভূতি। তবুও পরবর্তী দিনগুলোর সঞ্চয় স্বরুপ কিছুতো বলতেই হয় তা না হলে কথা বলার মানুষ যে হারিয়ে যাবে!! কখনো নিতান্তই আবাল তাবোল কথার ফুলঝুড়ি, কী বলছি নিজেও যেন বুঝতে পারিনা। জেনেছি, কবিদের কথা খুব সুন্দর গোছানো হয়, তবে কী আমি সেই দলের নই?! আৎকে উঠি, আমিতো এই লেখালেখিতেই প্রাণের ছন্দ খুঁজে পাই, এখানেই আমার স্বপ্নদের লুটোপুটি, দিনান্তের নীড়ে ফেরা পাখিরাতো এখানেই এসে ভীড় জমিয়েছে, দিনের পর দিন। প্রকৃতির কোল জুড়ে যখন অবস্থান ছিলো, খোলা আকাশে তাকিয়ে তখনই তো দেখতাম মেঘের পাহাড়! ইস কী অপূর্ব! আজ আর সে দেখায় জোর নেই, অনিশ্চিত স্থাপনার মাঝখানে দাড়িয়ে কীই আর অর্জন করা যায়, এ দেশ যেন একটি অনিশ্চিত স্থাপনার বিরাট ভার বহন করে চলেছে, এর শুরু, শেষ সবটাই এক অন্ধ ইতিহাসে স্তব্ধ হয়ে আছে। যত ইতিহাস লেখা হবে সবটায় মিথ্যায় ভরা, প্রজন্ম থেকে প্রজন্ম জানবে, মিথ্যার ইতিহাস। রক্তাক্ত সত্যরা কখনোই ইতিহাসে স্থান পাবেনা... তবে কী এখানে আর কোনদিন নির্বিবাদে সত্যরা মুখ তুলতে পারবে না!??

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)