এখন অনেক রাত, খোলা আকাশের নীচে জীবনের অনেক আয়োজন............
----- টিন এজ লাইফের অনেক আবেগ নিয়ে শোনা গানটার এখন বুঝি অন্য অর্থ-----
যখন বার বার ঐ মানুষগুলার লাস্ট পোস্ট করা ফটোগুলো দেখছি। তাদের কারো কারো বর্তমান, ভবিষ্যৎ সুখে থাকা জীবনকে উপভোগ করা এটমোস্ট- এই সমস্ত আয়োজনে কোন কমতি নাই। জীবনের আয়োজনে চূড়ান্ত পরিপাটি ফুলপ্রুফ প্ল্যান!
কি ড্রেস, কি মেকাপ, কেমন সানগ্লাস, কেমন লাগেজ, কেমন পোজে ছবি কি কালারের লিপস্টিক, চেক ইন ------ আল্লাহ!!!!
একটা মিনিটের মধ্যে পুড়ে ভষ্ম হয়ে গেল! সব আভিজাত্যকে ছাপিয়ে জাস্ট একটা আনআইডেন্টিফাইড বডি!!????
প্রতিদিনই না চাইতেও দেখতে হয় সিরিয়ান নিষ্পাপ পাখির মত সোনা বাচ্চাগুলার মুখ হা করে থাকা নিথর দেহের ছবি। যতবার দেখছি- ঘুরে ঘুরে নিজের বিশ মাসের বাচ্চাটাকে ওখানে পাচ্ছি, এই যন্ত্রনা মা হলেই কেন মনে আসবে????
কিছুদিন আগে খুব প্রিয় এক বড় আপু কাম কলিগ এর বাবা চলে গেলেন,খুব পরিপাটি সাজানো পরিবার। বাবা নেই - আপুর ঐ কথাটা ভুলতে পারিনা " কেন আমাদের আদরের বাবা আমাদের ছেড়ে চলে গেলেন?"
নতুন ভাড়া বাসায় উঠেছি একমাস। বাড়িওয়ালা সত্তোরোর্ধ, ভদ্রলোক। একদিনও দেখা হয়নাই। খুব যত্ন করে বাড়িটি নিজের হাতে করছিলেন - এখনো কাজ শেষ হয়নাই। ।তার বাড়িতেই গ্যারেজে জায়গা হলো তার, কিছু সময়ের মেহমান হিসেবে।পরশু তার দোয়ার মাহফিল এটেন্ড করে আসলাম।
ফ্যমিলি আর আমাদের প্রথম বাচ্চা,অনেক আয়োজন ছিল। অনেক সারপ্রাইজ প্ল্যান! একটা রাতের মধ্যে সব মিলিয়ে সবার মনে একটাই দোয়া -- একদিনের বাচ্চাকে মা হারা না করার। পোস্ট সিজারিয়ান এক্লাম্পশিয়া এ্যাটাকে কোমায় থাকাকালিন ডাক্তার বলেছিল ফিরে আসার সম্ভাবনা নাইই। যদিও শুধুমাত্র এক্লাম্পশিয়ায় মারা যাওয়াটা হতভাগ্য। কিন্তু আমি তখন ছিলাম জাস্ট একটা ননরেসপনসিভ বডি!! ধীরে ধীরে জ্ঞান আর স্মৃতি ফেরার পর থেকে সমস্ত রাগ, অহংকার, কষ্ট, আয়োজন সওওওওওওব ইউসলেস লাগে। কিসের এটিটিউড আমার? এতটাই অসহায় ছিলাম যে নিজের মাথা থেকে পড়ে যাওয়া কাপড় টাও একটা সো কলড অশিক্ষিত ক্লিনার এসে নিজের স্বল্প জ্ঞান আর দ্বায়িত্ববোধ নিয়ে ঠিক করে দিয়েছিল। এতটাই অনুভুতি হীন ছিলাম যে "আমার বাচ্চাটাকে একটু দেখবো" --- এই কথাটাও বলতে পারিনি !!!!
এই যে যারা নেই তারা হয়তো এখন জানে এই আয়োজন এর পুরোটাই ভুল ছিল। কিন্তু আমাদের কাছে এটা শুধুই প্রস্থান, চলে যাওয়া, বিদায় দেয়া। ক্ষনিকের কাতরতা। তারপর আবার ফিরে আসা জীবনের আয়োজনে। কেন এত ভাল থাকার অভিনয়? কেন এত শোঅফ ......? কেন এত নৃশংসতা? কেন এত হিংসা? কেন এত হার-জিতের প্রতিযোগিতা? এতটুকু জীবন ঘিরে কেন এত মায়া!!!
মৃত্যুতো অনিবার্য। কেউতো আসবেনা ফিরে,সবাই ই যাবে, কেউ আগে,কেউ পরে। আয়োজনতো হবে মৃত্যুকে ঘিরে। না ফিরে আসা জগতের বিশ্বাসে। কোন ভুলে নিজের নগন্যতা আর অপারগতাকে অস্বীকার করে আপ্রাণ ছুটছি ঠুনকো সুখের খোঁজে?
যখন ডাক আসবে ঠিক যেতে হবে দরজার ওপাশে,কিন্তু আয়োজনটা সেখানে জীবনের হবেনা তাই আর বসে থাকা না হোক, আয়োজনটা হোক ছোট্ট জীবনকে অর্থবহ করে তোলার। প্রতিটা মুহূর্ত কাটুক মৃত্যুর স্মরণে because------- #life goes in a blink.. :'(
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)