বিবিধ

কে তিঁনি?

কে তিঁনি?
বলো দেখি কার হুকুমে আঁধার শেষে আলোর দেখা মেলে?
কার হুকুমে সকাল হলে শীতের ধোঁয়া প্রকৃতি নেয় ঘিরে?
ক্ষাণিক পরে সূর্য্যিমামা পূব আকাশে দেয় উঁকি,
তার আলোতে শীতের ধোঁয়া যায় উড়ি!
এসব কিছু একজনেরই দান,
সকল কিছুর মালিক তিঁনি আল্লাহ মহান।
 
বলতে পারো কার হুকুমে আকাশটা ঐ ঠায় দাঁড়িয়ে না নিয়ে কোন খুঁটি।
কার ইশারায় ঝরনা ঝরে 
না নিয়ে কোন ছুটি।
এসব কিছু একজনেরই দান,
সকল কিছুর মালিক তিঁনি আল্লাহ মহান।
 
বলতে পারো ঐ পাখিটা সকাল-বিকেল কার গুণগান গায়?
কোন সে মালিক ঝিলের জলে পদ্ম ফোঁটায়।
কার ইশারায় গাছের পাতা নড়ে?
কার মহিমায় আমরা আছি বেঁচে?
এসব কিছু একজনেরই দান,
সকল কিছুর মালিক তিঁনি আল্লাহ মহান।
১৮-০১-১৮
উৎসর্গঃ সকল ছোট্ট সোনামণিদের।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ