হঠাৎ দেখা হবে তার সাথে
ধূসর বিকেলে
আমি পথ হারিয়ে চলে যাবো তার পথে,
সে খানিক অবাক হয়ে হাটতে থাকবে
আমারই সাথে
অজানা পথে, নিরুদ্দেশ ঘাটে।
আমার চায়ের তেষ্টা পাবে হঠাৎ
আমি মুখ ফুটে কিছুই বলবোনা
শব্দ গেঁথে কথা বলায় ভীষণ আপত্তি হবে
হৃদয়ের ভাষা পড়ার জন্য শব্দ লাগে?
সে ধোয়া উঠা এক কাপ এগিয়ে দিয়ে
আড়চোখের ভাষায় বুঝিয়ে দেবে
জিহ্বা যেনো না পুড়ে!
এতো তাড়া কিসের!
দীর্ঘ পথ আমি হাটতে চাইবো তার সাথে
আকাশ ভেঙে জোছনা নামবে
মন খারাপের আবহ ভাসবে বাতাসে
ক্লান্তিরা তাকেও জেকে ধরবে
সে ক্লান্তিতে এপাশ ওপাশ করে
অবসাদে নুয়ে পড়বে।
আমি তার অবসাদগ্রস্ত চেহারা দেখে
হেসে ফেলবো মিটিমিটি।
আমার হাতে থাকা অবশিষ্ট আধ পেয়ালা চা
আমি তার হাতে ধরিয়ে দিয়ে বলবো-
একজীবনে ঘুম তাড়ানো পাখি
হওয়ার সাধ ছিলো আমার!

আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)