সাহিত্য

কাল প্রবাহের স্মৃতি...

কাল প্রবাহের স্মৃতি...

আজ হতে আরোও কয়েক শতাব্দীর পরের কথা,

অতীত হয়েও স্মৃতির ইথার সাঁতরে আমি যেন তোমার বাস্তবতা...

অব্যক্ত ব্যথার সুপ্ত অনুভবে হৃদয়ে তব বিষাদের ঘনঘটা,

যখন তুমি পড়ছ জীর্ণ ডায়েরী পাতার এ নির্জীব কথকতা ।

 

অন্তর্লীন হওয়া সহস্রযুগ পূর্ব এক মানবীর অনুভবখানি পড়ে,

বসন্তের রাত্তিরে নিঃসীম দিগন্তে চেয়ে তব আঁখি কেন জলে ভরে...!

ক্ষয়িষ্ণুকালের অনুভূতির রিক্ত পরশ সিক্তময় হলো তোমার অন্তরে;

আজ হতে বহু বছর আগে এ লেখা লিখেছিলাম তোমাদেরই তরে । 

 

তোমাদের পৃথিবীতে কী এখনও রক্তবর্ণ ধারণ করে গোলাপ ফুটে?

জ্যোছনা রাতে চাঁদ হাসে ঘন

আঁধারের বা'ব টুটে?

এখনও কি কোন দস্যি ছেলে শান্তির সুবাস সন্ধ্যামালতীর মতো দেয় ছড়িয়ে?

অন্ধকারেও কী কেউ দ্বীপ জ্বালায় মোমবাতির মতো নিজেকে গলিয়ে?

 

আমরা তো শাশ্বত সভ্যতা বিনির্মাণের স্বপ্নে করেছি খানিক কাজ..

অসমাপ্ত গহীন অরণ্যে জনপদ গড়ে জানি তোমরাই পরবে বিজয় -তাজ,

নতুন পৃথিবীর সূর্যোদয় হবে তোমাদের ভালবাসার আহ্বানে,

অমিত চোখে চেয়ে দেখো আমরা নেই;আমাদের স্বপ্নেরা বেঁচে থাকে মানবকল্যাণে .....!

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)