উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

দুস্থ নারীদের কর্মসংস্থান

দুস্থ নারীদের কর্মসংস্থান

(দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত সাপ্তাহিক নারী পাতা-“মঞ্চের বাইরে” থেকে সংগ্রহীত তারিখ- ২৭ আগস্ট ২০১৭)

দুস্থ নারীদের কর্মসংস্থান

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এলজিইডির জলবায়ূ সহনীয় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে জলবায়ূ পরিবর্তনের ঝুঁকিতে থাকা দুস্থ হাজার নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার ডেনমার্ক সরকারের অর্থায়নে গোপালগঞ্জে বছরের জন্য প্রকল্পের কাজ এগিয়ে চলছে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সব নারীকে প্রশিক্ষণ দিয়ে চুক্তিভিত্তিক শ্রমিক দল গঠন করা হয়েছে। তারা প্রকল্পের আওতায় রাস্তা, কালভার্ট, মাটির কাজসহ জলবায়ূ সহনীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছেন। কাজ শেষে তাদের উপার্জিত অর্থ প্রত্যেককে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। বছর প্রথম প্রকল্প বাস্তবায়ন শেষে তাদের প্রকল্প থেকে মাস আনুষ্ঠানিক শিক্ষা দেওয়া হবে। ছাড়া নারীদের বছরের উপার্জিত অর্থ সঠিকভাবে ব্যবহার করে তাদের আত্মকর্মস্থানের ব্যবস্থা করবে প্রকল্প। টুঙ্গিপাড়া উপজেলার বাসুড়িয়া গ্রামে জলবায়ূ সহনীয় গ্রামীণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন গ্রুপের চেয়ারম্যান পিঞ্জিরা বেগম বলেন, প্রশিক্ষণ নিয়ে আমরা চুক্তিবদ্ধ হয়ে লাখ ৯৩ হাজার ১২৯ টাকা ব্যয়ে মাটির রাস্তার কাজ শুরু করেছি। রাস্তা বিগত ৩০ বছরের বন্যার পানির উচ্চতা থেকে অন্তত ফুট বেশি উঁচু করা হচ্ছে। আমরা এখান থেকে প্রতিদিন জীবিকা নির্বাহে খোরাকির টাকা নিচ্ছি। কাজ শেষে লাভের টাকা সবাই সমানভাবে ভাগ করে নেব। প্রকল্পের সব কাজই জলবায়ূ সহনীয়ভাবে বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রকল্পের ডিটিএ মো. আবুল কালাম বলেন, জলবায়ূ পরিবর্তনে ঝুঁকির মধ্যে বসবাসকারী অতি দরিদ্র নারীদের টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করতেই গোপালগঞ্জে প্রকল্প শুরু করা হয়েছে। জেলার উপজেলায় ৫০টি গ্রুপে অন্তত হাজার নারী এখানে কাজ করার সুযোগ পাবেন। প্রকল্পের মাধ্যমে তাদের ক্ষমতায়ন উপার্জনক্ষম করে তোলা হবে। পাশাপাশি তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে পারবে। গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক বলেন, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারীরা জলবায়ূ সহনশীল গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে স্বাবলম্বী হবেন বলে আমি বিশ্বাস করি


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ