উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)

ইয়াং গ্লোবাল লিডার্স মালিহা এম কাদির

ইয়াং গ্লোবাল লিডার্স মালিহা এম কাদির

(দৈনিক যাযযায়দিন পত্রিকায় প্রকাশিত সাপ্তাহিক নারী পাতা-“নন্দিনী” থেকে সংগ্রহীত তারিখ- আগষ্ট ২৩, ২০১৭)

ইয়াং গ্লোবাল লিডার্স মালিহা এম কাদির

সুমন্ত গুপ্ত

মালিহা এম কাদিরের শৈশব কেটেছে ঢাকায় মা-বাবার একমাত্র সন্তান, ছোটবেলা থেকেই ক্লাসে প্রথম ছিলেন বাবা রিয়েল এস্টেট ব্যবসা মা জীবনবীমা করপোরেশনে কাজ করতেন মা- তার অনুপ্রেরণার উৎস মালিহার মা-বাবার দেশের বাইরে গিয়ে পড়াশোনার শখ ছিল সেখান থেকে তারও বিদেশে পড়াশোনার আগ্রহ জন্মে ইংলিশ মিডিয়ামে লেভেল সম্পন্ন করে মালিহা আমেরিকায় চলে যান সেখানে স্মিথ কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইকোনমিকসে স্নাতক শেষ করেন ১৬ কোটি মানুষের দেশ, আর ভ্রমণ তো প্রতিদিনের ব্যাপার! উৎসব-পার্বণ এলে তা যায় বহুগুণে বেড়ে আর যানবাহন হিসেবে এই দেশে বরাবরই জনপ্রিয় বাস অথচ কিছুদিন আগ পর্যন্তও এই বাসের বুকিং টিকিটিং ব্যবস্থা ছিল সনাতনী পদ্ধতিতে মালিহা কাদির যখন উন্নত বিশ্বে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোতে কাজ করে ২০১৩ সালে দেশে ফিরে এসে দেশের জন্য কিছু করার কথা ভাবছিলেন, শেষ পর্যন্ত বেছে নিলেন অনলাইনে বাসের টিকিট বিক্রি এই মাধ্যমকে শুরু করলেন সহজ ডটকম সিঙ্গাপুর থেকে ফোনে সহজের পরিকল্পনার কথা জানালে বাবা মজা করে বলেছিলেন, 'তুমি তো পাগল এত ভালো চাকরি ছেড়ে দেশে এসে তুমি বাসের টিকিট বিক্রি করবে' কিন্তু দৃঢ়প্রত্যয়ী মালিহা তার সিদ্ধান্তে অনড় রইলেন বর্তমানে ভিড় ঠেলে সারারাত লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার যে বিড়ম্বনা, সেটা কিছুটা হলেও কমিয়ে আনতে পেরেছে তার এই সহজ ডটকম শুধুই ব্যবসার খাতিরে ব্যবসা নয়, প্রিয়জনের হাতে একটা টিকিট পেঁৗছে দিতে পারার যে আনন্দ, সেটা এর মধ্যেই পেয়ে গেছেন মালিহা কাদির, পেয়ে গেছেন পুরো সহজ পরিবার! মালিহা কাদির জানালেন, সহজের এই পথচলাটা সহজ ছিল না, এখনও বেশ সীমাবদ্ধতার মধ্যে দিয়েই যেতে হচ্ছে তাদের
মূলত বেশিরভাগ বাস অপারেটরেরই অনলাইন মনিটরিং ব্যবস্থা ছিল না। যাত্রীদের সেবা দেয়ার স্বার্থে সহজ বাস অপারেটরগুলোকে সেই সফটওয়্যার নিজেরাই করে দিয়েছে। ফলে দেশের অধিকাংশ রুটের শীর্ষ বাস অপারেটরগুলোর টিকিট আর কাউন্টারেই সীমাবদ্ধ নেই, আপনার স্মার্টফোনটাও রীতিমতো সব বাসের কাউন্টার হয়ে গেছে! চাইলেই যে কোনো দিন যে কোনো সময়ের টিকিট বুকিং দিয়ে কেটে নিতে পারেন। আর ১৬৩৭৪- ফোন করলে সহজ টিমই সেটা করে আপনার বাসায় বা অফিসে পেঁৗছে দেবে। গত ১৫ মার্চ বাংলাদেশের নারী ব্যবসায়ী প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে আমাদের মালিহা এম কাদির অর্জন করেছেন 'ইয়াং গ্লোবাল লিডার্স ক্লাস অব-২০১৭।' দক্ষিণ এশিয়া ক্যাটাগরিতে তিনি পুরস্কারপ্রাপ্ত একমাত্র বাংলাদেশি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিজ নিজ ক্ষেত্রে সবচেয়ে উদ্ভাবনী, উদ্যোগী সামাজিক সংস্কারে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর পুরস্কার প্রদান করে

অনূর্ধ্ব ৪০ বছরের উদ্ভাবনী উদ্যমী নারী-পুরুষদের মাঝে যারা নিজেদের -ি বাইরের দুনিয়া নিয়ে চিন্তা কাজ করেন তাদের পুরস্কারের জন্য মনোনীত করা হয়। গত বছর ডিজিটাল বাংলাদেশ প্রসারে ব্যাপক ভূমিকা পালনের জন্য আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই পুরস্কার অর্জন করেন। এই বছর মালিহা কাদির এই স্বীকৃতি লাভ করলেন। মালিহা এম কাদির দেশের পরিবহন শিল্পখাত ডিজিটালকরণে যুগান্তকারী কাজ করেছেন বলে ইয়াং গ্লোবাল লিডার্স ফোরামের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। সহজ ডটকম অনলাইন মোবাইল অ্যাপসের মাধ্যমে বাস, লঞ্চ, সিনেমা, ইভেন্ট এবং ক্রিকেট খেলার টিকিট বিক্রয় করে থাকে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত সহজ ডটকম ইতিমধ্যে মধ্যে ব্যাপক সুনাম খ্যাতি অর্জন করেছে

 

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ