সাহিত্য

নিজের প্রতি ভালোবাসা

নিজের প্রতি ভালোবাসা

নিজেকে ভালোবাসো, সে তোমাকে কখনও ঠকাবে না। যদি তুমি তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারো, যদি তুমি নিজের ভালো মন্দ নিয়ে নিজের সাথে কথা বলতে পারো, নিজেকে আনন্দিত করতে পারো, দুঃসময়ে নিজেকে ভেঙে পড়া থেকে ঠেকাতে পারো, যদি তুমি তোমার নিজকে সান্তনা দিতে পারো, উৎসাহ দিতে পারো তবে দেখবে জীবনের যে কোনো পরীক্ষায়, উথানে-পতনে তুমি দিশেহারা হবে না

 

নবী করিম(সঃ) বলেছেন, “তোমার উপর তোমার দেহের অধিকার রয়েছে।অর্থাৎ, তোমার উপর তোমার চোখের অধিকার রয়েছে, অযথা থেকে জল ঝরিয়ো না। তোমার উপর তোমার মুখের অধিকার আছে, নিস্ফল কথা বলে একে ক্লান্ত করো না। তোমার উপর তোমার হৃদয়ের হক আছে, মিছে একে কষ্ট দিও না। তোমার উপর তোমার আত্মার অধিকার আছে, একে কলুষিত করো না

তুমি যেমন অন্য মানুষদের ভালোবাসো, অন্য মানুষদের দুঃখ-কষ্ট লাঘব করতে তুমি যেমন সচেষ্ট হও, ঠিক তেমনি তুমি তোমার ভেতরের মানুষটাকে ভালোবাসবে, তাকে ঠকাবে না, হৃদয়হীন মানুষদের জন্য তাকে বেদনা দিবে না। তোমার ভেতরে যা আছে, তাই তুমি, তাই আত্মা। তুমি যদি পাপ করো তবে সেই আত্মার উপর তুমি অবিচার করলে, তুমি যদি ভালো মানুষ হতে পারো তবে তুমি সেই আত্মাকে তার যোগ্য স্হানে রাখলে, যেই স্হানে রেখেছিলেন তোমার স্রষ্টা। মানুষের নশ্বর দেহের মৃত্যু হয়, কিন্তু সেই আত্মার মৃত্যু হয় না। সেই আত্মা চলে যায় তার ভ্রমনের চূড়ান্ত লক্ষ্যে, সাথে নিয়ে ভাল-মন্দ যা তোমার জীবন থেকে পাওয়া


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)