সাহিত্য

জীবনে মরনে প্রভু তোমাকেই চাই

জীবনে মরনে প্রভু তোমাকেই চাই

জীবনে মরনে প্রভু তোমাকেই চাই,

তোমার মতো বন্ধু মোর আর কেহ নাই

মম হৃদয়ের সব কথা যদি তোমারে বলি,

তোমার দয়ার পরশে মোর সব দুখ যায় চলি

তোমার নাম তোমার খোঁজ যদি নাহি পাইতাম,

জীবন সাগরে কবে না আমি ডুবে মরিতাম

 

 নিজ আঁখিতে প্রভু কভু দেখি না তোমায়,

জানি তুমি সদা আছো দেখিছো আমায়

বেহেস্তে মোরে লয়ে যাবে তুমি যবে দয়া করে,

আঁখির সব আলো দিয়ে তোমায় দেখিবো পরান ভরে

 

 কারনে অকারনে কত শত বার তোমারে গিয়াছি ভুলে,

নিত্য আমারে যুগিয়েছো প্রান, আহার দিয়াছো তুলে

কতবার দুরে গিয়েছি তোমার, হয়েছি নাফরমান,

আমারে কখনও ভুল না তুমি সতত মেহেরবান

তাহার প্রমান পাইয়াছি আমি বিপদের দিনকালে,

বাঁচায়েছো মোরে, ডাকিয়াছি যখন তোমারে মনের ভুলে

কতবার হইলো রোগশোক মোর, পরিয়াছি শয্যায়,

ব্যাথার প্রহারে ভাবিয়াছি হায় প্রান বুঝি মোর যায়

সুস্থ করিয়া দিইয়াছো মোরে, পাইয়াছি নব প্রান,

তাই তো তোমারে এত ভালবাসি, গাই তব গুনগান

 

 যাহারে সকলে দুরে ঠেলে দেয়, চাহে না নয়ন পাতে,

কদাকার-গরিব-অক্ষম বলে নিন্দে অবজ্ঞাতে,

তাহারে তুমি কতো ভালবেসে হাতটি বাড়িয়ে দাও,

দিনহীন তরে নিশিদিন জুড়ে বন্ধু হইয়া রও

 

  আল্লাহ তোমায় ডাকিয়া কেহ ফেরে না গো খালি হাতে,

ডাকিলে তোমায় সাড়া দাও তুমি কত না খুশির সাথে

হে আমার রব, ওগো মোর প্রভু কাঁদিয়া তোমারে বলি,

আমি যে বড় অধম অভাগা, যেন রাস্তার ধুলি!

তুমি তো রহিম দয়ার সাগর, রহমান তব নাম,

কত না ধুলিরে করিয়াছো তুমি স্বর্নের সম মান

আমারে করো ক্ষমা তুমি প্রিয়, দুর করো মোর দোষ,

মোর কলবেরে করো সুদ্ধ, করো পবিত্র-নির্দোষ

আঁধারো মাঝে দিও দিশা যেনো পথ না হারাই কভু,

আমারে যেমনে ভালবাসো যেনো তোমারেও বাসি প্রভু।।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)