সাহিত্য

ফিকে হওয়া সব

ফিকে হওয়া সব

অনেকটা ফিকে হয়ে যাওয়া ডায়েরীর পাতা ছুঁয়ে
বালুচরে গড়া ঘরগুলো সব অবেলায় গেল ধুয়ে
স্তিমিত আলোয় নেশাঘোর চোখে অনির্বাণের ডাক
আসল নকল বোঝার আগেই সামনে যাবার হাক......

অবেলায় কত নিষ্ঠুরতায় স্বপ্নেরা পুড়ে ছাই
দিন বদলের শপথ নিয়ে সব ঋণ ভূলে যাই
এইতো মানুষ বহুরুপী সব চেহারায় কতো রং
অমানিশা সম আলেয়ার সাথে সেজেছে নতুন সং.......

কতটা সীমানা পেরিয়ে গেলে সত্যকে পাওয়া যায়
কতটা সঠিক নিশানা থাকলে নিজেকেও চেনা যায়
কতোটা আঁধার পেরোলে আলোয় সব কিছু দেখা যায়..... !


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)