সাহিত্য

অবেলায় হারিয়ে....

অবেলায় হারিয়ে....
  4385471926_cacc53dcb8   অবেলায় যত আহবান আর নিমন্ত্রণের ডাক দীর্ঘ পথের সংকোচনেই মননে লুকিয়ে থাক। হাঁটি হাঁটি পায়ে এগিয়ে চলার দুর্বল এই জন কি করে সহসা দ্রুততর হয়ে রক্ষা করবে মন! পাহাড়ে পাহাড়ে ছুঁয়ে আছে কত বিশালত্বের ভার অনিমেষ আঁখি ক্লান্ত হয়েই দৃষ্টি রাখেনা আর কতটা ভেতরে আলোক থাকলে দুঃখকে ভোলা যায় কতটা হৃদয়ে তৃপ্তি থাকলে কাউকে হাসানো যায়! দিনে দিনে কত প্রয়োজন বাড়ে অকারণ চাহিদার বিবর্ণ পাতার বর্ণ ফেরেনা কৃত্রিম রঙে আর পরাজিত কোন মানুষ তো আর কোনদিনও হারেনা জয় পরাজয় ব্যাপারটা কখনো ভাবনায় রাখেনা। পথ শেষ হতে বাকি নেই আর অন্তিম এই ক্ষণে বিদায়ের পথে বাধা হয়ে যায় সকলের সব ঋণে ভালোবাসা প্রেম মায়া মমতা যেটুকু পেয়েছি সব তোমাদের পথে প্রতিদান দিন মহান মনিব রব্!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)