সাহিত্য

রমাদান কারীম

রমাদান কারীম
04 এসেছো ফিরে ফের নতুন সাজে বরণ করি বলো কিসের তাজে তুমি নিয়ে আসো কত শত উপহার বিনিময়ে থাকেনাতো কিছুই দেবার!   রহমত নিয়ে আসো অনাবিল সুখের বরকতে ভরে যায় সব কিছু ফের শান্তির পূর্ণতা বজায় থাকে মন ও মননে তব শক্তি জাগে।   মাগফিরাতের বাণী তোমার পাশেই তোমাতে নাজাত পাই প্রভুর কাছেই এসো প্রিয় প্রাণমাস মাহে রমজান পেলাম তোমায় তাই কোটি শুকরান।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)