কোন এক বৈশাখী রৌদ্রদুপুর
পরিশ্রান্ত চারপাশ,
ধেয়ে আসে স্বকারণ ক্লান্তি।
নিমগ্ন আঁখিদ্বয়ে অতল নিদ্রায় হারিয়ে যাবার আকাংখা!
কখনো সেই তাপদাহ দুপুরে
কাক ডেকে যায় অহর্ণিশ,
তখনই হয়তো অজানা শংকায়
শংকিত হয় কৃষক বধু,
অতিথী পাখির ডাক শুনে আনন্দের
কোলাহল জেগে ওঠে।
তবে কী জীবন যাপন এইসব
ক্ষুদ্র সুখ, মিষ্টি দুখেরই নামান্তর!
দুর থেকে ভেসে আসা রাখালিয়া সুর
কখনোবা অসময়ে ঘুম পাড়িয়ে দেয়!
তপ্ত দুপুরে চাটায় নিয়ে গাছতলায়,
মাঠে কোন এক ছায়ায়,
বৈশাখী বাতাস এসে শরীর জুড়িয়ে দিয়ে যায়
গাঁয়ের সরল বধু সব
চুলে বিলি কাটে একে অপরের!
সুখ দুঃখ হাসি কান্নার গল্প শুনায়
সবাই সবাইকে!
ফিরিয়ে নাওনা আমায় সেথায়!
আমি বনে বাদাড়ে ছুটে
দস্যি মেয়েটি হতে চাই,
রোদ্রে পুড়ে তামাটে বানাতে চাই শরীর!
বৈশাখী ঝড়ে আম কুড়ানোর প্রতিযোগীতায়
নামবো আমি, আর পাশ থেকে
চাচী ভাবীদের মুখে শুনতে চাই মিষ্টি বকুনী
ফিরিয়ে নাও আমায়,
পুকুরের স্বচ্ছ জলে হাঁস দের সাঁতার যেখানে,
যেখান্ন নবান্নের ধুম পড়ে যায়!
যেখানে খুব সুশীতল বাবার কবর!
সেথায় নিয়ে চলো আমায়,
আমি ফিরতে চাই!
সাহিত্য
রৌদ্র দুপুর
ব্লগটি লিখেছেন: ujjoini
| ১৮ এপ্রিল ২০১৫
কোন এক বৈশাখী রৌদ্রদুপুর
পরিশ্রান্ত চারপাশ,
ধেয়ে আসে স্বকারণ ক্লান্তি।
নিমগ্ন আঁখিদ্বয়ে অতল নিদ্রায় হারিয়ে যাবার আকাংখা!
কখনো সেই তাপদাহ দুপুরে
কাক ডেকে যায় অহর্ণিশ,
তখনই হয়তো অজানা শংকায়
শংকিত হয় কৃষক বধু,
অতিথী পাখির ডাক শুনে আনন্দের
কোলাহল জেগে ওঠে।
তবে কী জীবন যাপন এইসব
ক্ষুদ্র সুখ, মিষ্টি দুখেরই নামান্তর!
দুর থেকে ভেসে আসা রাখালিয়া সুর
কখনোবা অসময়ে ঘুম পাড়িয়ে দেয়!
তপ্ত দুপুরে চাটায় নিয়ে গাছতলায়,
মাঠে কোন এক ছায়ায়,
বৈশাখী বাতাস এসে শরীর জুড়িয়ে দিয়ে যায়
গাঁয়ের সরল বধু সব
চুলে বিলি কাটে একে অপরের!
সুখ দুঃখ হাসি কান্নার গল্প শুনায়
সবাই সবাইকে!
ফিরিয়ে নাওনা আমায় সেথায়!
আমি বনে বাদাড়ে ছুটে
দস্যি মেয়েটি হতে চাই,
রোদ্রে পুড়ে তামাটে বানাতে চাই শরীর!
বৈশাখী ঝড়ে আম কুড়ানোর প্রতিযোগীতায়
নামবো আমি, আর পাশ থেকে
চাচী ভাবীদের মুখে শুনতে চাই মিষ্টি বকুনী
ফিরিয়ে নাও আমায়,
পুকুরের স্বচ্ছ জলে হাঁস দের সাঁতার যেখানে,
যেখান্ন নবান্নের ধুম পড়ে যায়!
যেখানে খুব সুশীতল বাবার কবর!
সেথায় নিয়ে চলো আমায়,
আমি ফিরতে চাই!
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1809 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1708 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1551 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1546 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1501
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
কাপুরুষের সভ্যতা
কুয়াশা
২ মে ২০১৯
শর্ট নাটক - অজান্তে (সড়ক দুর্ঘটনা)
কুয়াশা
১৪ ডিসেম্বার ২০১৮
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)