সাহিত্য

মেঘ দেশে

মেঘ দেশে
rrrrr ব্যস্ত সময় হঠাৎ করেই থমকে দাঁড়ায় এসে বৃষ্টি পাড়ায় বৈশাখী ঝড় স্নান করি মেঘ দেশে জানলা ধরে মন উড়ে যায় আম কুড়ানোর ভীড়ে ঝুম বর্ষার শব্দ শুনেই সব ফেলে হই কুড়ে।   বেলকনি গ্রীল দেয় থামিয়ে ভাবুক মনে ঠেস ঝড়ের তোড়ে, হয়না ওড়া হয়তো আছি বেশ রাত্রি যখন ঠান্ডা পরশ বুলায় শরীর জুড়ে বৈশাখী ঘুম, তন্দ্রা চোখে ভিজি স্বপন নীড়ে। .

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)