ফুরলো উৎসবের প্রহর তবু রয়ে গেলো তার আমেজ
ছিঁটে ফোঁটা নয় পুরোটাই মনে থাকুক সর্বদা সতেজ। :)
সুপ্রিয় ব্লগার'স,পাঠক-পাঠিকাবৃন্দ,
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,কিছুটা প্রতীক্ষার পর উইমেন এক্সপ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ লেখা উৎসবের ফলাফল আমাদের হাতে চলে এসেছে। গত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং উইমেন এক্সপ্রেস ব্লগে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সেই লেখা উৎসবে ৮ই মার্চে পোষ্ট হওয়া সব গুলো লেখা থেকে পুরস্কারের জন্য আমরা বাছাই করেছি তিনটি লেখাকে। লেখা তিনটির লেখক হচ্ছেন,
১.ব্লগার রাজু আহমেদ।
২.ব্লগার নীলজোসনা ।
৩.ব্লগার শুকনোপাতা।
অভিনদন্দন এই তিনজন ব্লগার কে । খুব শীঘ্রই আপনাদের কাছে পৌছে যাবে ব্লগের তরফ থেকে আকর্ষনীয় পুরস্কার সমূহ।


তবে ব্লগার'স এসব তো গেলো শব্দের কারিগরদের জন্য পুরস্কার। কিন্তু যে মানুষ গুলো আমাদের লেখা গুলোর মাঝে নক্ষত্রের মতো জ্বলজ্বলে সাদৃশ্য ভূমিকা রাখেন তাদের জন্যেও কিন্তু ব্লগের তরফ থেকে থাকছে আকর্ষনীয় একটি পুরস্কার।
আর সেই পুরস্কার টি হচ্ছে,গত এক বছরে পোষ্ট সমূহে সর্বোচ্চ কমেন্টকারীর জন্য। এবং গত এক বছরে আমাদের সর্বোচ্চ কমেন্টাকারী ব্লগার হচ্ছেন,
*ব্লগার নীলজোসনা*
অনেক অনেক অনেক অভিনন্দন রইলো নীলজোসনার জন্য। যিনি ব্লগে লেখকদের লেখার মাঝে জোসনার আলোর ন্যায় দ্যুতি ছড়িয়ে গেছেন সব সময়। :)
প্রিয় ব্লগারস,এই ছিলো আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছোট্ট আয়োজন। আপনাদের ভালোবাসা,আন্তরিকতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আপনাদের স্বপ্ন গুলোর সাথে এমন অজস্র বছর। ভালো থাকুক,আনন্দে থাকুক আমাদের ব্লগার'স,পাঠক-পাঠিকারা সব সময় এবং তাদের শব্দ গুলো প্রাণ ফিরে পাক সব সময় আমাদের ব্লগের বুকে। :) :)
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)