বিবিধ

উৎসবের প্রথম প্রহরের বিশেষ ঘোষনা

উৎসবের প্রথম প্রহরের বিশেষ ঘোষনা
11048687_889091031157393_7269120903392064075_n ''ক’টা শব্দে তো প্রকাশ হবে না আমাদের সব কথা অজস্র শব্দ বুনবার প্রয়াসে শুরু হয়েছিলো পথচলা শব্দেরা আজ ব্যস্ত এখানে আগামীর স্বপ্ন পূরণে সময় ছুঁয়ে তাই একটি বছর কেটে গেছে এই অঙ্গনে।'' ২০১৪ সালের ৮ই মার্চ শুরু হয়েছিলো বাংলা ব্লগিং জগতে নারীদের জন্য,নারী বিষয়ক প্রথম ব্লগ ‘উইমেন এক্সপ্রেসের’ পথচলা। অল্প কিছু লেখক-লেখিকা আর অজস্র স্বপ্ন কে সাথে নিয়ে শুরু হওয়া আমাদের পথচলায় আজ সাথী হয়েছে হাজারো শব্দ কারিগর। বলার ছলে যেমন এক বছর খুব বেশি কিছু নয়,কিন্তু ভাবনার জগতে একটি বছর ও অনেক কথা কয়,ঠিক তেমনি ৩৬৫দিনের এই পথচলার গল্পটা কিন্তু খুব সাদামাটা বা এক কথায় প্রকাশের মতো নয়। তবে আজ এই আনন্দের সন্ধিক্ষনে আমরা ভালোবাসা পূর্ণ সেই সব স্মৃতিচারণের সাথে সাথে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির কিছু সুখ ভাগ করে নিতে চাই আপনাদের সাথে। প্রিয় ব্লগার,লেখক-লেখিকা এবং পাঠক-পাঠিকা, প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম লগ্নে আমরা ঘোষনা করছি,এই এক বছরে সাথে ব্লগে সর্বোচ্চ পোষ্টদাতা হিসেবে পরিচিত ৩টি নাম। যারা তাদের অসাধারন সব লেখনী এবং আন্তরি্ক উপস্থিতি দ্বারা ব্লগ কে রেখেছিলেন এবং আজ ও আগামীতেও রাখবেন সরব,প্রাণবন্ত। তারা হচ্ছেন, ব্লগার শেখ সাফওয়ানা জেরিন ব্লগার নাসরীন সীমা ব্লগার প্রশান্তচিত্ত অভিনন্দন এই তিনজন ব্লগার কে এবং সেই সাথে রইলো তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা আমাদের সবার তরফ থেকে। আপনাদের জন্য থাকছে ব্লগের তরফ থেকে আকর্ষনীয় পুরস্কার। 11046207_10203036878197470_4553396807085293836_n 11030867_10203037414490877_617270017_o তবে ব্লগারস,এখানেই কিন্তু শেষ নয়! আরো কিছু চমক রয়েছে আপনাদের অপেক্ষায়,আর তা কি? জানতে হলে থাকুন আমাদের সাথে,থাকুন আপনার লেখা এবং ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সারাটা সময় উইমেন এক্সপ্রেসের সাথে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ