সাহিত্য

প্রাপ্তি ও প্রান্তিকতা

প্রাপ্তি ও প্রান্তিকতা
10957718_1592048964360604_8887602165224842087_n আকাশর সাথে মিতালীর সেই দিনটির কথা মনে পড়ে কখনো? নাকী নিপতিত হওয়া তারাগুলোই মন জুড়ে থাকে? সেই অকালে হারিয়ে যাওয়ার বাসনায়, নেপথ্য অন্ধকারের মিছিলে.... বিভৎস যন্ত্রের শব্দজালে.... সেই সবগুলো সবুজ, সবগুলো আকাশ অন্ধকারের সাথে মিশেমিশে একাকার হয়েছিলো সেদিন!! দুচোখ বন্ধ করে বলেছিলে, এ সময় যেন শেষ না হয় কোনদিন! তখনও সে কি উচ্ছলতা আমার মনের উঠোনটায়। ভূলে গিয়েছিলাম সমুদ্রের বিশালতা তোমার অন্তরে নেই। সমস্ত সমাধান ভূলে তখনও প্রাণবন্ত আমি, রাত্রির অন্ধকারকেই, যাবতীয় সুখের সিংহদ্বার ভেবে ভূল করেছিলাম! ভূলেছিলাম, সবুজেই আমার নিঃশ্বাসের স্বার্থকতা........... সবুজেই থাকে প্রাণ! ভূলে গিয়েছিলাম, আকাশই আমার অন্তঃকরণকে সাজিয়ে তোলে, অসংখ্য আলোর মিছিল দিয়ে! আর তাই আজ আমি বুঝে নিলাম, প্রাপ্তি আর প্রান্তিকতার কোন তফাৎ নেই!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)