সাহিত্য

ম্লান অনুভব....

ম্লান অনুভব....
10690273_863692513671774_120885730960517840_n বিবর্ণ পাতারা ঝরে যায়, নতুন পাতা গজায় একটা পরিণতি চোখ মেলে দেখেছো? দিনান্তের অন্ধকার জুড়ে তখনও কেউ অন্তহীন স্বপ্ন দেখে যায়। স্বপ্নের শুরু নেই, শেষও নেই এ এক সঞ্জিবনী শক্তি যেন, ম্লান মুখাবয়ব তখনই হয়তো একটুখানি উজ্জ্বল হয়! নয়তো তখনও এক একটা বেদনাহত প্রান গুমরে গুমরে নিঃশেষ হয়ে যায়, জেগে জেগে অনন্তের দিকে শূন্য দৃষ্টি মেলে চেয়ে থাকে! প্রাপ্তির হিসাব যখন শূন্যের কোঠায়, তখনও কী প্রাণ খুলে হাসা যায়? লোক দেখানো আনন্দের অভিনয় করা যায়? জানো কী নিরবতা কখনো কখনো ভয়াবহ রোগ হয়ে দেখা দেয়, এমন মানুষরা না জানে হাসতে, না জানে চিৎকার করে কাঁদতে! তবে কী তখনই তাকে খুবই অপ্রয়োজনীয় মনে হয়? তবে জেনে নেওয়া ভালো, চারপাশ দেখে যেএকেবারেই নিরব থাকে, সে নিজেকে প্রয়োজনীয় ভাবেনা!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)