সাহিত্য

দাওনা কিছু আমায়

দাওনা কিছু আমায়
th রংধনুতে ছেয়ে যাওয়া আকাশ, কত রং খেলা করে নিমিষেই বিবর্ণতা চাপা পড়ে ক্রমেই। বর্ষান্তের ক্ষণিক রং উদ্ভাসিত হয়ে থাকে মনের কোণে! ওগো আকাশ দাওনা কিছু রং! দাওনা নীলাভ আঁখি সব। তোমার কোলে লুটিয়ে পড়ে সন্ধা, হ্যারিকেন, দিয়াশলাই, অথবা প্রদিপ জালিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে হয় সান্ধ্য আয়োজন! তোমার কোল তবুও খালি পড়ে থাকে, অনেক অনেক জায়গা তোমার কোলটাতে! দাওনা একটু জায়গা! তারায় তারায় ঝলমলিয়ে ওঠা রাত্রিটা! কত শত জোৎস্না লুটিয়ে পড়ে তোমার উঠোণ জুড়ে! শুভ্র সাদা মেঘের চাদর তোমার শরীরে, তুমি বিশাল তুমি অনেক বিশাল, দাওনা খানিক বিশালতা!    

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)