সাহিত্য

চিঠি

চিঠি
খুব যত্ন করে চিঠি লিখেছিলাম সেদিন, জানো দিস্তার পরে দিস্তা ছড়িয়ে, মনের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে চিঠি লিখেছিলাম! যত্নের পরিপ্রক্ষিতে তো যত্নই আশা করা যায় তাইনা? তোমার জবাবের ভাষাটা ছিলো বড্ড অপরিচিত, তোমার হাতেরসুন্দর লিখাগুলো যেন এবড়ো থেবড়ো অগোছালো, খুব কেঁদেছিলাম, বড্ড বিষন্ন ছিলাম বহুদিন! এখন আর কাঁদিনা, বিষন্নতাও ছুঁতে পারেনা আমায়, নীল খামের ভাঁজকরা চিঠিগুলো এখনও স্তুপ হয়ে আছে খোলা জানালার পাশের দেয়াল আলমিরায় খামগুলো যেন আাকাশের সাথে ভাব জমায় প্রতিদিন, আমি আর চিঠি লিখিনা! মনে হয় বিশালতা স্বপ্নের হাতে বন্দি, অনেকটা আগাছায় ছোট্ট ছোট ফুলেল পাতাগুলোর মতো। ঘাসফুল খুব নগন্য তোমার কাছে, আর আমি ওতেই খুঁজি জীবনের ঘ্রাণ! আমি প্রতিদিন আাকাশ দেখি মেঘের ফাঁকে ফাঁকে কত শত স্বপ্ন উঁকি দেয়, আমি অধির হয়ে ছুঁয়ে দিই মেঘের স্বপ্নগুলোকে, ভাবছো হাত ছোঁয়ালেই বুঝি ছোঁয়া হয়ে যায়? ভুল ভেবেছো মনের উঠোন যেখানে পৌঁছে যায় সেখানে শরীর তো আপেক্ষিক ব্যাপার!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন