বিবিধ

সম্পাদকীয়

সম্পাদকীয়
ত্রিশ লক্ষ শহীদের প্রানের বিনিময়ে পাওয়া আমাদের এই মাতৃভূমি। স্বাধীনতা অর্জনের সেই মহান গাঁথামালায় আমাদের মা,বোনের অবদান,ত্যাগ আর কৃ্তিত্ব আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরনা।কঠোর পরিশ্রম,সাধনা,মেধা,যোগ্যতা আর আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আরও বহুদুর। আর তাইতো অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বীজ আমরা বপন করে চলেছি আমাদের আজকের ও আগামী প্রজন্মের মাঝে। এভাবেই আমাদের নারীরা  আধুনিকতা,স্বকীয়তা আর নিজেদের বলিষ্ঠ পদচারনায় সফল ভাবে গড়ে চলেছে আগামীর সুন্দর পৃথিবী। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সফলতা আর জীবন জয়ের বিপরীত কিছু চিত্র আজো আমাদের চারপাশে ঘটে চলেছে।আজো নারীরা-নির্যাতন, লাঞ্ছনা আর অবমূল্যায়নের স্বীকার। পরিবার,শিক্ষা-প্রতিষ্ঠান অথবা কর্মক্ষেত্রে নারীদের আজো হয়রানি হতে হচ্ছে। যৌতুকের জন্য এখোনো প্রান দিচ্ছে আমাদেরি মা-বোন। নরপশুদের লালসার কাছে আজো হার মেনে চলেছে অনেক অসহায় মেয়েরা... কেনো এই বিপরীত দৃশ্যপট? কেনো আজো আমাদের অন্তঃর্নিহিত শক্তি, অদম্য ইচ্ছা আর আত্মসম্মান হার মেনে যায় সমাজের প্রচলিত কুৎসিত নিয়মগুলোর কাছে? আধুনিকতা আর স্বাধীনতার অর্থ কি এটাই? আমাদের মুক্তিযোদ্ধারা প্রানের বিনিময়ে আমাদের দিয়ে গেছেন এক খন্ড স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পরও স্বাধীনতা আসেনি আজ অনেক মানুষের জীবনে। তাই,সকল গ্লানি, পিছুটান কে ঝেড়ে ফেলে আমরা আবার জেগে উঠতে চাই। আমাদের আত্মসম্মান আর অস্তিত্তের লড়াইয়ে। সামাজিক সকল বাধা, সংকীর্ণতা আর বেড়াজাল ছিন্ন করে আমরা নতুন করে যাত্রা শুরু করবো । আমাদের এই যাত্রা আলোকিত করে যাবে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে। আমরা পাল্টে দিবো নারীশক্তির দৃশ্যপট। উন্নতি,অগ্রযাত্রা আর সাফল্যের এই আনন্দটুকু আমরা ভাগ করে নিতে চাই সবার সাথে। আর তাই সকল বাধা পেরিয়ে একটি সুন্দর পৃথিবী গড়তে আমাদের এই নতুন সংযোজন WOMEN EXPRESS

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ