সাহিত্য

টাকা

টাকা
নিরবে যখন আড়ম্বরে বাড়িয়েছে সব শ্রী অন্যায় হোক অপরাধ হোক তাতে নেই কোন হ্রী।(লজ্জা) বাড়ি গাড়ী কত রয়েছে দাড়িয়ে দৃষ্টির কাছাকাছি অনেক স্বপ্ন অনেক সাধনা খেলে যায় কানামাছি। আপন জনের চাওয়া পাওয়া যতো বাড়ছে অনেক বেশী আর কতো হলে শেষ হবে চাওয়া ভাবছে দিবানিশি। হায়রে টাকা, এতোদিন শুধু ঘুরলাম তোর পিছু সব ভালোবাসা তোর জন্যই আমি আজ নই কিছু।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)