অগণিত মুখের ভীড়,
দেখি প্রতিদিন প্রতিনিয়ত
কারো বা বিবর্ণ স্বরূপ,
কারো হাস্যোজ্জ্বল মুখাবয়ব!
দিনান্তে কারো আছে ঘরে ফেরার টান!
কেউবা পথের ধারেই খোঁজে মাথা গোজার ঠাঁই!
আজও সেই বিভেদ আমায় কাঁদায়,
অনন্ত সম্ভারে সাজানো স্বপ্নগুলোর চোখে বৃষ্টি ঝড়ায়,
নিমগ্ন রজনীতে ঘুমহীন আঁখি দুটো,
অনাকাংখিত যোদ্ধার মতো বিবেকের সাথে লড়াই করে যায়!
মানুষ হয়েছি কেন তবে?
পাখি বা গাছ হতে পারতাম!
বৃষ্টি বা মেঘ হতে পারতাম!
তবে কী প্রান্তিক সিদ্ধান্তগুলো
দিনের শেষে প্রাপ্তির হিসাব খুলে বসে?
এত পেতে চাওয়া কেন?
ত্যাগের মানসিকতা হারিয়েছে কেন তবে?
ঐ আকাশের বিশালতা দেখে লজ্জা পেতে হয়,
বাতাসের ত্যাগ দেখে মুর্ছা যেতে হয়
স্বপ্নগুলোকে সেভাবেই সাজানো প্রয়োজন,
যেভাবে মানুষই সমুদ্র হয়ে যায়!
সব হারানো নিঃস্বদের জন্য স্বপ্ন সাজানো যায়!
ঐখানে ঐ কুড়েঘরগুলোতে
বিষন্নতার আগমন ঘটে প্রতিনিয়ত,
বিলাসিতা উপহাস করে চড়ুই পাখির মতো!
আহা মানবতা যন্ত্র হয়ে যেওনা, দয়া করে,
মানব অবয়বের মানব, মানবীই হও
তবেইতো শ্রেষ্ঠত্ব অর্জণে বাধা থাকেনা,
না পাওয়ার ভারে কষ্ট এসে ভীড় করেনা!
এক বিষন্ন রাত তখনই ঝলমল করে দুঃখ সরাবে!
সাহিত্য
বিবর্ণ পার্থক্যগুলো
ব্লগটি লিখেছেন: ujjoini
| ২৪ নভেম্বার ২০১৪
অগণিত মুখের ভীড়,
দেখি প্রতিদিন প্রতিনিয়ত
কারো বা বিবর্ণ স্বরূপ,
কারো হাস্যোজ্জ্বল মুখাবয়ব!
দিনান্তে কারো আছে ঘরে ফেরার টান!
কেউবা পথের ধারেই খোঁজে মাথা গোজার ঠাঁই!
আজও সেই বিভেদ আমায় কাঁদায়,
অনন্ত সম্ভারে সাজানো স্বপ্নগুলোর চোখে বৃষ্টি ঝড়ায়,
নিমগ্ন রজনীতে ঘুমহীন আঁখি দুটো,
অনাকাংখিত যোদ্ধার মতো বিবেকের সাথে লড়াই করে যায়!
মানুষ হয়েছি কেন তবে?
পাখি বা গাছ হতে পারতাম!
বৃষ্টি বা মেঘ হতে পারতাম!
তবে কী প্রান্তিক সিদ্ধান্তগুলো
দিনের শেষে প্রাপ্তির হিসাব খুলে বসে?
এত পেতে চাওয়া কেন?
ত্যাগের মানসিকতা হারিয়েছে কেন তবে?
ঐ আকাশের বিশালতা দেখে লজ্জা পেতে হয়,
বাতাসের ত্যাগ দেখে মুর্ছা যেতে হয়
স্বপ্নগুলোকে সেভাবেই সাজানো প্রয়োজন,
যেভাবে মানুষই সমুদ্র হয়ে যায়!
সব হারানো নিঃস্বদের জন্য স্বপ্ন সাজানো যায়!
ঐখানে ঐ কুড়েঘরগুলোতে
বিষন্নতার আগমন ঘটে প্রতিনিয়ত,
বিলাসিতা উপহাস করে চড়ুই পাখির মতো!
আহা মানবতা যন্ত্র হয়ে যেওনা, দয়া করে,
মানব অবয়বের মানব, মানবীই হও
তবেইতো শ্রেষ্ঠত্ব অর্জণে বাধা থাকেনা,
না পাওয়ার ভারে কষ্ট এসে ভীড় করেনা!
এক বিষন্ন রাত তখনই ঝলমল করে দুঃখ সরাবে!
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1809 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1708 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1551 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1546 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1501
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
কাপুরুষের সভ্যতা
কুয়াশা
২ মে ২০১৯
শর্ট নাটক - অজান্তে (সড়ক দুর্ঘটনা)
কুয়াশা
১৪ ডিসেম্বার ২০১৮
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)