সাহিত্য

জবাবহীন প্রশ্ন

জবাবহীন প্রশ্ন
সেদিনও বাতাসের হিল্লোলে ছুটে গেছি সবুজের প্লাবনে, বিস্তৃত জোড়া নিষন্ন নীড় অবারিত কাননে তবে কী সমুদ্র ছুয়ে দীর্ঘ দিবস ম্লান হয় চাদরে নাকী অনন্ত পথের যাত্রা ধরেই সুখ জোটে অধরে? দোদূল্যমান যাত্রা পথেই কেউ ছোটে পেছনে মরিচিকা সম আলেয়ার সাথে ভাব রাখে যতনে? প্রশ্নের পরে প্রশ্ন এসে জমেছে মননে তাই দিক বিদিকের চিন্তা ভূলে প্রশ্নই করে যাই! জবাব আসেনা, মাধ্যম নেই দিন গুণি সায়াহ্নের বাস্তবতার চাদরে হারিয়ে সুখ খুঁজি গদ্যের! হায়রে মানুষ দিন ফুরালেই হয়ে যাও আলাদা মনে এক তুমি, বাইরে আর এক কালো আর যেন সাদা! একই মুদ্রার এ পিঠ ও পিঠ সুখ আর দুখের মেলায় মন আর মুখের বিশাল তফাতে মানুষও নিজেকে হারায়!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)