সাহিত্য

হারিয়ে যাবো

হারিয়ে যাবো
একটা আকাশ নীল খামে ভরা দিগন্তে তার প্রকাশ, মেঘ গর্জন, ম্লাণ ক্রন্দন সব জুড়ে হা হুতাশ। হারিয়ে যাবো, পালিয়ে যাবো দুরের কোন পথে স্বপ্ন বিলাশ আশার প্রকাশ, কোন সে অচিন রথে! মনজুড়ে ঐ বিদায় ঘণ মুহুর্তকেই ডেকে অভিমানের পর্ব ছেড়ে দূর হব পাশ থেকে! খুঁজবে কি আর ভীড়ের মাঝে এই সে চেনা মুখ না জানি কোন নতুন সুরে ভুলবো সকল দুখ। দেখে নিও সেদিন তুমি বিষাদ হৃদয় ছুয়ে আমার সুরে গাইবে যে গান অশ্রুতে চোখ নেয়ে। দূর থেকে সব দেখব আমি নীড় হারানোর পরে তোমার স্মৃতির পর্ব জুড়ে মুদবো নয়ন নীড়ে। ঐ হারানো পথ বেয়ে কী হাঁটবে মৃদু পায়? দিন ছাড়িয়ে সন্ধে হবে তোমার মনের নায়? দিক বিদিক ঐ আশার তীরে দিন বদলের মেলায় সিক্ত আখি মুছবো আমি দূর আকাশের তারায়। সেদিন তুমি নতুন করে জীবন পথে হেঁটে আমার প্রেমের উষ্ণতাকে বাতাসে দিও বেটে ফুরফুরিয়ে উড়বো সেদিন আলো আঁধার জুড়ে মিশেল দানায় অগাধ বনের পাশ দিয়ে খুব দুরে............

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন