বিবিধ

ছবিসহ ব্লগপোস্টের টুকিটাকি!

ছবিসহ ব্লগপোস্টের টুকিটাকি!
উইমেন এক্সপ্রেসের ব্লগার পাঠকদের জন্য ব্লগপোস্টে ছবি সংযুক্ত করার নিয়ম দেয়া হলঃ ধাপ ১: নতুন পোস্টে গিয়ে ''নতুন মিডিয়া সংযুক্ত করুন'' এ ক্লিক করুন।   ধাপ ২: নিচের উইন্ডোটির মত একটি উইন্ডো আসবে   ধাপ ৩ : এবার ''ফাইল নির্বাচন করুন'' এ ক্লিক করুন। এই রকম দেখতে আরেকটি উইন্ডো আসবে   ধাপ ৪: এবার আপনার ছবিটি যে ড্রাইভে আছে সেখানে গিয়ে ছবি সিলেক্ট করে ''open'' ক্লিক করুন। নিচের ছবিটির মত একটি উইন্ডো আসবে, যেখানে আপনার সদ্য আপলোড হওয়া ছবিটির মাথায় একটি টিক চিহ্ন থাকবে। সাথে আপনার একাউন্ট থেকে এর আগে আপলোড হওয়া ছবিগুলোও থাকবে। চাইলে যে কোন একটিতে ক্লিক করে সে ছবিটিও ব্লগে সংযুক্ত করতে পারেন।   ধাপ ৫: এবার নিচে ডানে দেখু... নীল একটা বাটন আছে ''Insert into post'' , এটিতে ক্লিক করলে ছবিটি আপনার পোস্টে সংযুক্ত হয়ে যাবে। এইবার ছবি ড্র্যাগ করে যে কোন জায়গায় সেট করুন। কোন সমস্যায় এখানে জানালে আমরা সমাধানের চেষ্টা করবো। হ্যাপী ব্লগিং।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ