সাহিত্য

সেই অপেক্ষাতেই আছি

সেই অপেক্ষাতেই আছি
  ওরা মজলুম, ওদের করার কিছু নেই জুলুম শোষণ সংগী ওদের, ওরা কষ্ট পায়, আমি কাঁদি তাই আমার কাছে এই অশ্রুই আছে আর কিছু নেই যে, দেবার মতো! আমিতো ওদের সাথে চলতে পারিনি হোঁচট খেয়েছি, রক্ত দেয়ে ভয় পেয়েছি...... শুনেছি, সঠিক পথে চলতে নাকী অনেক কষ্ট সহ্য করতে হয়! আমি পারিনি আজও পারিনা, আজ ওরা অসহায়! ওরা যখন আরশের মালিকের কাছে প্রার্থণা করে, কাঁদে, আরশ কেঁপে ওঠে! জেনেছি মজলুম আর আরশের মধ্যে কোন তফাৎ নেই! মাঝে মাঝে ভাবি ওদের এই অশ্রুই একদিন সমুদ্রের পানির মতো বিস্তার লাভ করবে, জলের গভীরে সেদিনই ডুববে, ফেরাউন, কেনানের মতো অসভ্যরা!! আর আমি, আমরা আজও সেই অপেক্ষাতেই আছি!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)