সাহিত্য

একটি চন্দ্র রাত ও কিছু ভালোলাগা

একটি চন্দ্র রাত ও কিছু ভালোলাগা
supermoon কি কারণে যেন সন্ধ্যায় বের হয়েছি। ড্রাইভওয়ে পার হয়ে রাস্তায় নামতেই চোখ গেল পূব আকাশে। দৃষ্টি যেন আটকে রইলো কয়েক সেকেন্ড , কারণ আমি দেখতে পাচ্ছিলাম আমার চোখের সামনে দিয়ে বিশাল এক সোনার থালার মত চাঁদ উঠছে ! কি যে সুন্দর দৃশ্য ! প্রকৃতি যেন মোহাচ্ছন্ন হয়ে রইলো কিছুক্ষণ ! আমি আমার দৃষ্টি ফেরাতে পারছিলামনা কিছুতেই। বিশার চাঁদের ছবি তোলার চেষ্টা করলাম , কিন্তু যে সৌন্দর্য ও বিশালতা বোঝার শক্তি পরম করুনাময় আল্লাহ মানুষকে দান করেছেন , যন্ত্রের আর সাধ্য কি তার অনু পরিমানকেও ধারণ করার ! তাই ক্যামেরা রেখে দিয়ে দুচোখ ভরে পান করতে থাকলাম মহাজাগতিক প্রাকৃতিক সৌন্দর্য সুধা। কাল রাতটি ছিল সুপার মুনের রাত ! কি প্রবল জোছনা যে বয়ে গেছে প্রকৃতি জুড়ে ! নিরব , নিঝুম রাত। পাখিরাও তাদের নীড়ে ঘুমিয়ে গেছে। আমার পুরো ঘর ঘুমিয়ে আছে , কেবল আমি ই দুচোখ এক করতে পারিনি। কেবল ই বারান্দার দরজা খুলে জোছনাদের ক্রমাগত ঝরে পড়া দেখেছি। কেবলি মনে হচ্ছিল যেন বিশাল কোনো মহাজাগতিক বৃক্ষ থেকে অবিরাম বর্ষিত হচ্ছে দুধসাদা শিউলি ফুল , মাটির স্পর্শ পাওয়া মাত্র তারা গলে গলে যাচ্ছে ..... এ এমনি এক সৌন্দর্যের উপাখ্যান , যা কোনো শব্দ দিয়ে সৃষ্টি করা যায়না , যা শুধুই অনুভবের .... অনুভুতির ... !

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)