সাহিত্য

বাংলা আমার

বাংলা আমার
  বাংলা আমার বাংলা তুমি প্রাণের উচ্চারণ বাংলা তুমি বটের ছায়ায় বাংলা তুমি প্রেম ও মায়ায় নাট্যশালায় শিল্পিদেরও নাটক মঞ্চায়ন বাংলা আমার বাংলা তুমি প্রাণের উচ্চারণ। বাংলা আমার বাংলা তুমি সুরের তালে তুলতে থাকো কথার গুঞ্জরণ বাংলা তুমি স্বপ্ন দেখায় বাংলা তুমি শিশুর কথায় মায়ের হাতের রান্নাতেও করছো বিচরণ বাংলা আমার বাংলা তুমি প্রাণের উচ্চারণ। বাংলা আমার বাংলা তুমি সহজ সরল বর্ণমালার শব্দে সারাক্ষণ বাংলা তুমি তুলির ছোঁয়ায় বাংলা তুমি কবিতা লেখায় ভালোবাসার মুলমন্ত্রেও তোমার ব্যাকরণ বাংলা আমার বাংলা তুমি প্রাণের উচ্চারণ। বাংলা আমার বাংলা তুমি ভাইয়ের রক্ত দিয়ে গড়া অনেক বড় ধন বাংলা তুমি পথও চলায় বাংলা তুমি গাছের পাতায় তোমার সাথেই সত্য মিথ্যার প্রকাশ প্রতিক্ষণ বাংলা আমার বাংলা তুমি প্রাণের উচ্চারণ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)