ঘনিয়ে এসেছে বিদায় প্রহর চারেদিকে বাজে ঘন্টা
শৃংখল খুলে শয়তান নামে মলিন হলো যে মনটা
দুয়ারে দুয়ারে সাজ সাজ রব নতুনের আয়োজন
রহমত গেলো সেদিকে কারোরই নেই কোন জাগরণ
মাগফিরাত আর নাজাতের মাস পলকেই গেলো চলে
জাহান্নামের বন্ধ দুয়ার তাড়াতাড়ি যাবে খুলে।
জান্নাত ছিলো হাট করে খোলা মৃত সকলের তরে
শাস্তির কথা ভুলে গিয়ে সবে শ্বাস নিতো প্রাণ ভরে।
জানিনা কখনো ফিরে পাবো কিনা এই সেই প্রিয় মাস
পাপের বোঝায় ভারী এ মাথায় ভয় করে বসবাস
মাফ হলো কিনা গুণাহের সব ছোট খাট বড় সড়
শংকিত মনে প্রশ্ন জাগিছে ঈমাণ যে নড় বড়!
ওগো মালিক, মনিব আমার মাফ করো নিজ গুণে
তোমার দয়ার কাঙ্গাল মোরা স্বস্তি ফিরাও মনে
তুমি ছাড়া নেই দয়াবান কেহ আশা ভরসার স্থল
তোমারি দুয়ারে ক্ষমা চেয়ে চেয়ে দুচোখের কোণে জল।
ঈদ আসে ঐ আকাশের বাঁকা চাঁদের হাসিতে চড়ে
আনন্দ এসে ধরা দেয় এই জগতের নীড়ে নীড়ে
সব ব্যাথা ভুলে ছোট বড় সব মিলেমিশে একাকার
দুর হোক যতো মলিন ধূসর নিষ্প্রাণ মজ্জার!
সকলের তরে মন খুলে বলি ঈদ হোক শান্তির
ঈদ হোক সব ভেদাভেদ ভূলে আনন্দ আর প্রাপ্তির!!
সাহিত্য
বিদায় হে রমাদান.........
ব্লগটি লিখেছেন: nasrin-mahmud-sima
| ২৮ জুলাই ২০১৪
ঘনিয়ে এসেছে বিদায় প্রহর চারেদিকে বাজে ঘন্টা
শৃংখল খুলে শয়তান নামে মলিন হলো যে মনটা
দুয়ারে দুয়ারে সাজ সাজ রব নতুনের আয়োজন
রহমত গেলো সেদিকে কারোরই নেই কোন জাগরণ
মাগফিরাত আর নাজাতের মাস পলকেই গেলো চলে
জাহান্নামের বন্ধ দুয়ার তাড়াতাড়ি যাবে খুলে।
জান্নাত ছিলো হাট করে খোলা মৃত সকলের তরে
শাস্তির কথা ভুলে গিয়ে সবে শ্বাস নিতো প্রাণ ভরে।
জানিনা কখনো ফিরে পাবো কিনা এই সেই প্রিয় মাস
পাপের বোঝায় ভারী এ মাথায় ভয় করে বসবাস
মাফ হলো কিনা গুণাহের সব ছোট খাট বড় সড়
শংকিত মনে প্রশ্ন জাগিছে ঈমাণ যে নড় বড়!
ওগো মালিক, মনিব আমার মাফ করো নিজ গুণে
তোমার দয়ার কাঙ্গাল মোরা স্বস্তি ফিরাও মনে
তুমি ছাড়া নেই দয়াবান কেহ আশা ভরসার স্থল
তোমারি দুয়ারে ক্ষমা চেয়ে চেয়ে দুচোখের কোণে জল।
ঈদ আসে ঐ আকাশের বাঁকা চাঁদের হাসিতে চড়ে
আনন্দ এসে ধরা দেয় এই জগতের নীড়ে নীড়ে
সব ব্যাথা ভুলে ছোট বড় সব মিলেমিশে একাকার
দুর হোক যতো মলিন ধূসর নিষ্প্রাণ মজ্জার!
সকলের তরে মন খুলে বলি ঈদ হোক শান্তির
ঈদ হোক সব ভেদাভেদ ভূলে আনন্দ আর প্রাপ্তির!!
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1809 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1708 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1551 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1546 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1501
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
Pen friend
নাসরিন সিমা
১৮ জুন ২০২০
আবদ্ধ রুটিন
নাসরিন সিমা
২৮ মে ২০২০
ফাতিমা আল ফিহরি
নাসরিন সিমা
১৮ মে ২০২০
বৈশাখী সম্ভ্রম
নাসরিন সিমা
১৪ এপ্রিল ২০২০
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)