সাহিত্য

বিদায় হে রমাদান.........

বিদায় হে রমাদান.........
ঘনিয়ে এসেছে বিদায় প্রহর চারেদিকে বাজে ঘন্টা শৃংখল খুলে শয়তান নামে মলিন হলো যে মনটা দুয়ারে দুয়ারে সাজ সাজ রব নতুনের আয়োজন রহমত গেলো সেদিকে কারোরই নেই কোন জাগরণ মাগফিরাত আর নাজাতের মাস পলকেই গেলো চলে জাহান্নামের বন্ধ দুয়ার  তাড়াতাড়ি যাবে খুলে। জান্নাত ছিলো হাট করে খোলা মৃত সকলের তরে শাস্তির কথা ভুলে গিয়ে সবে শ্বাস নিতো প্রাণ ভরে। জানিনা কখনো ফিরে পাবো কিনা এই সেই প্রিয় মাস পাপের বোঝায় ভারী এ মাথায় ভয় করে বসবাস মাফ হলো কিনা  গুণাহের সব ছোট খাট বড় সড় শংকিত মনে প্রশ্ন জাগিছে ঈমাণ যে নড় বড়! ওগো মালিক, মনিব আমার মাফ করো নিজ গুণে তোমার দয়ার কাঙ্গাল মোরা স্বস্তি ফিরাও মনে তুমি ছাড়া নেই দয়াবান কেহ আশা ভরসার স্থল তোমারি দুয়ারে ক্ষমা চেয়ে চেয়ে দুচোখের কোণে জল। ঈদ আসে ঐ আকাশের বাঁকা চাঁদের হাসিতে চড়ে আনন্দ এসে ধরা দেয় এই জগতের নীড়ে নীড়ে সব ব্যাথা ভুলে ছোট বড় সব মিলেমিশে একাকার দুর হোক যতো মলিন ধূসর নিষ্প্রাণ মজ্জার! সকলের তরে মন খুলে বলি ঈদ হোক শান্তির ঈদ হোক সব ভেদাভেদ ভূলে আনন্দ আর প্রাপ্তির!!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)