

ওরা একটা খোলা আকাশ চেয়েছিলো,
চেয়েছিলো মেঘহীন নীল আকাশ
সেই আকাশ জুড়ে ওরা ডানা মেলে উড়তে চেয়েছিলো!
ভোরের সূর্য আর রাতের চন্দ্র, ওরা প্রাণভরে দেখতে চেয়েছিলো!
কলকাকলিতে মুখর হয়ে বিজয়ের গল্প শুনতে চেয়েছিলো
আর গল্পের মাদকতায় ঘুমের রাজ্যে হারিয়ে যেতে চেয়েছিলো!
কিন্তু দেখেছ কী- ওদের আকাশে নীল রং নেই,
নেই সূর্য, চন্দ্র, আছে শুধু মেঘ আর মেঘ!
ক্ষণে ক্ষণে কালো হয়ে ওঠে ওদের প্রিয় আকাশ!
বুলেট কামানের শব্দে গর্জণ করে ওঠে বারবার!
সে কি আহাজারী ওদের আকাশ জুড়ে,
শান্ত, সুন্দর আকাশে আজ ভয়ানক বাজ!
ওরা আর গল্প শুনে ঘুমায়না, ওরা আবার জেগে উঠবে বলে ঘুমায়না,
ওরা ঘুমায় রক্তাক্ত হয়ে, নীড়হারা পাখিদের মতো!
অসহায় নিষ্পাপ চেহারায় আজ আতংকের ছাপ!
ইশ! সে কি পৈশাচিকতা! সেকি নির্মমতা!
ওগো আকাশের মালিক! ওদের পরিচিত আকাশকে ওদের কাছে ফিরিয়ে দাও!
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)