মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)

ক্যাটালগ ড্রেসঃ চাহিদার শেষ কোথায়?

ক্যাটালগ ড্রেসঃ চাহিদার শেষ কোথায়?
Photo: ভিন্নধর্মী অসাধারণ ড্রেসটি আপনাদের কেমন লাগছে?<br /><br />
Price: 6,990 Tk<br /><br />
Code: K4<br /><br />
Call @01711458286 for Order. ফেবুতে ক্যাটালগ ড্রেসের বিজ্ঞাপনের ছড়াছড়ি। একটা থেকে একটার সে কি রূপ! অনেক মেয়েই এইসব ক্যাটালগ ড্রেস দেখে কেনার জন্য পাগল হয়ে যায়। আমরা ভাবি, এসব ড্রেস ফেবুতে অ্যাড দেয় তার মানে খুবই দামী, খুবই আনকমন ড্রেস। কিন্তু বাস্তবতা হোল, এইসব ড্রেস পেতে বসুন্ধরা সিটিতেও যেতে হয়না! সাধারণ গাউসিয়া চাঁদনী চকে এসব ড্রেসের বন্যা বইছে। ক্রিকেট ফুটবল না খেললে কেউ না খেয়ে মরে যেতো না, কিন্তু দেখিয়ে দেখিয়ে আমাদেরমধ্যে এটার চাহিদা তৈরি করা হয়েছে। ক্যাটালগ ড্রেস ও এর ব্যতিক্রম নয়। আপনার আমার মাঝে একটার যায়গায় ১০ টা পোশাক কেনার নিড তৈরি করতে সক্ষম হয়েছে এইসব পুঁজিবাদীরা। আজকে আমরা যার জন্য একটা টোকাই কি পড়ে ঈদ করলো, তার চেয়ে আমার পোশাকের কয়টা ডিজাইন করা ক্যাটালগ,ওয়ান পিস এক্সক্লুসিভ জামা সেই দিকেই আমাদের মনোযোগ বেশী! অথচ, ঈদ রমজানের মুল আবেদনই আনন্দ আর দুঃখ ভাগাভাগি! রোজা শেখায় অনাহারীর দুঃখ ভাগ করা, আর ঈদ শেখায় ধনীর আনন্দ গরীবের সাথে ভাগ করা। মজার ব্যাপার হোল, ফেবুতে এইসব পেইজের বিজ্ঞাপন দেখে মানুষ অস্থির হয়ে যায়। ঐ যে, সুস্মিতার ঐ ক্যাটালগ ড্রেস টা চাই, আরও আছে পাখি ড্রেস, প্রীতি জিন্তা সহ অনেক নায়িকাদের পড়া নাম না জানা ড্রেস। এই ক্যাটালগ, আর এক্সক্লুসিভ জামা খুঁজতে খুঁজতে অনেকে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করছে। আর আমাদের মেয়েদের পোশাক পছন্দ চাট্টিখানি কথা নয়। যতোই দেখা হয়, ততোই দেখার চাহিদা বাড়ে।১০ টা জামা দেখে যে একটা জামা কিনতে পারেনা, ১০০ টা দেখেও কিনতে পারার কথা নয়। যেমন কথায় আছে- যার ৯ এ হয়না তার ৯০ এও হয়না! অথচ, জামাই যদি মার্কেট থেকে একটা কিনে এনে দেয়, সেটাই সুন্দর লাগে, সেটাই পড়া হয়। সেটাই এক্সক্লুসিভ হয়! এই ক্যাটালগ ভূতের শিকার আমার ছাত্রী জামা কিনতে সেদিন ৫ টা মার্কেটে গেলো। বেচারি খুবই দুঃখ পেয়েছে। সে জানতো এগুলো খুবই এক্সক্লুসিভ! কিন্তু মার্কেট নাকি এসব ইন্ডিয়ান ড্রেসে সয়লাব! কোন জামা পছন্দ হোল না তার! এরপর একটা কিনে আনল। কিন্তু বাসায় পড়ার পর জামার উপরে মডেলের ছবির মতো লাগলো না! কোন এক বিচিত্র কারনে এগুলো নায়িকাদের গায়েই মানায়, অনেক সুন্দর লাগে! প্রিয় বঙ্গ ললনারা, যতোই ঐসব ক্যাটালগ ড্রেস পড়েন, আপনি কোনদিনই প্রীতি জিন্তা, সুস্মিতাদের মতো হতে পারবেন না, আপনাকে হয়তো সেই কথিত সুন্দর ও লাগবে না। কারন, আপনার দেহ বিজ্ঞাপনের জন্য তৈরি করে নেননি! এই দুনিয়ায় সবচেয়ে বড় ক্যাটালগ আপনি ই! কারন আল্লাহ আপনাকে ৭০০ কোটি মানুষের মধ্যে আপনি হিসেবেই অনন্য করে সৃষ্টি করেছেন। একটু কথিত সুন্দর লাগার জন্য তাহলে মিছে কেন মরিয়া হয়ে ঘোরা!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)