মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)

কোথায় পাবো তাহারে?

কোথায় পাবো তাহারে?

জীবন কী? জীবনের চাওয়া-পাওয়া আর অদ্ভুত সব বাঁকগুলো নিয়ে মাস কয়েক ধরে একটা সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করছিলাম। ফলাফল কী হলো জানেন? এ পথ, ও পথ আর সে পথে ছুটাছুটি... এ সমীকরণ মিলাতে শুরু করার একটা মজা আছে... কেমন মজা? ধরুন...

নাহ! ধরতে বলছি না... মনে মনে ধারণা করতে বলছি... ওই যে... আছে না... মনে করি, ২০% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা... সেই ধরার কথা বলছি...  কেন বলছি... কারণ জীবনে অংকটাই সব... সব মানে সঅঅঅব...  আমার খুব কাছের এক সহপাঠীকে কে একজন নাকি একবার বলেছিল কড় গুণে গুণে কথা বলতে...   এ উপদেশ নিয়ে আমরা জীবনে ব্যাপক হাসাহাসি করেছি... কিন্তু তারপরেও আমি স্বীকার করি... কথা সত্য... কড় গুণে কথা বললে ফায়দা অনেক...  আমিতো কথা বলি বেশী... তাই কথাকে আর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করিনি... আমার যেহেতু দরকার ফায়দা... তাই জীবনের প্রতিটা পা ফেলা শুরু করলাম কড় গুণে গুণে... এতে আসলেই অনেক ফায়দা...

ধাক্কা খাওয়া হলো গুণে গুণে পা ফেলার প্রথম পদক্ষেপ...  ভাবছেন আপনার ক্ষেত্রে ধাক্কা বলে কিছু থাকবেনা! সম্ভবই না! হয় ধাক্কাটা আপনি আগেই খেয়েছেন। নয়তো আপনার কোনো পূর্বসূরী ধাক্কা খেয়ে আপনার এইটুকু অঙ্ক কষে দিয়েছেন।  

এবার খোলাসা করি... ধাক্কাটা এই জন্য যে, যে অঙ্কটাকে মেলাবেন তার জন্যতো শেষে একটা প্রশ্ন থাকা লাগবে... আগেতো জানতে হবে যে,  আমি কী চাই... কেন চাই... অর্থাৎ ক্রয়মূল্য আর বিক্রয়মূল্য নিয়ে অঙ্ক কষার কারণতো থাকতে হবে... আর কয় পারসেন্ট লাভে বা ক্ষতিতে সেরকম একটা ফ্যাক্ট লাগবে... অঙ্কটা সমাধানের জন্য লাগবে কমন সেন্স আর সূত্র...

তো, প্রথম স্টেপটায় অনেক বেশী অস্থির লাগবে... আসলেই তো... আমরা কী চাই, কেন চাই... সবশেষে নিজেকে কোথায় দেখতে চাই... সারাদিনের দৌড়াদৌড়ি শেষে আমার প্রতিদিনের প্রাপ্তি কী? আমি এই যে খেয়ে-পরে চলছি... এর জন্যই কী পৃথিবীতে এসেছি? খাওয়া-দাওয়া, আড্ডা, জীবন-যুদ্ধ আর ফেসবুকিং করতে করতে একদিন এখান থেকে বিদায় নিবো? নাকি আমার অন্য কোনো কাজ আছে? উদ্দেশ্য আছে? এই সমস্ত অস্থিরতাটার পর্বটা শেষ হওয়া মানে প্রশ্ন হাতে পেয়ে যাওয়া...

প্রশ্ন হাতে পেয়ে যাওয়ার পর জীবনটা অদ্ভুত সুন্দর! আস্তে আস্তে জীবনে তাল, লয়, ছন্দ, সুর... সব আসতে শুরু করে... তখন নিজেকে খুব হালকা মনে হয়... নিজেকে একটা ছোট্ট পাখির ছানা মনে হয়... আর প্রশ্নটাকে মনে হয় মা পাখি... তখন ছানা পাখিটা উড়তে শিখার আগে সব ঝঞ্ঝাট থেকে মা পাখি আড়াল করে রাখবে। আশে-পাশে কে আমাকে কী বললো, আমার সমবয়সী মানুষজন কোন দিকে ছুটছে, আমার বা কার কান চিলে নিয়েছে হেন-তেন-সেন যাই সামনে আসুক... কিচ্ছু যায় আসে না... কিচ্ছু না...  তখন আর নিজেকে নিয়ন্ত্রণের জন্য পাতার পর পাতা রুটিন বানাতে বসতে হয় না। নিজেই রুটিন হয়ে যাওয়া যায়... সব কাজকে দুইভাগে ভাগ করে ফেলা যায়... এটাতে আমার হাতে থাকা অঙ্কটার সমাধান হবে... আরেকটাতে সমাধান হবে না...

এই জীবনটা নেশার মতো... অঙ্ক মিলানোর নেশা... “নাহ এই পথে অঙ্ক মিলবেনা” এইটুকু বুঝার সাথে সাথে এক মুহূর্তে পথ বদলে ফেলার মতো দুঃসাহস জন্মায় ভিতরে... একটা ফ্যাক্ট বা পরিস্থিতি সামনে আসার সাথে সাথে আগের সব বাদ দিয়ে সমীকরণ অনুযায়ী নতুন পথে ছুটতে শুরু করা যায়... এতক্ষণ ভুল পথে কেন গিয়েছিলাম সেটা নিয়ে আফসোসতো দূরের কথা...  ভাবারও সময় থাকেনা...   নতুন পথ পাওয়ার সাথে সাথে সে পথে দৌড় শুরু দেয়া তখন সেকেন্ডের ব্যাপার...

এই অসাধারণ জীবন পাওয়ার একটাই উপায়- জীবনের অঙ্কের প্রশ্নটা খুঁজে পাওয়া... আসলে, জীবনের প্রশ্ন না বলে পৃথিবীতে কেবল আমার জন্য নির্ধারিত প্রশ্নও বলা যায়... কারণ এই প্রশ্ন সমাধানে আত্মনিয়োগ করলে মৃত্যুর পরও আপনি এ পৃথিবীতে বেঁচে থাকবেন... বেঁচে থাকার মতো কোনো না কোনো একটা কাজ আপনি করে যাবেনই... কিন্তু এটা যেহেতু জীবন... নিছক অঙ্ক না... তাই ভুল প্রশ্ন খুঁজে পাওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়... তাহলে এখন কী করা? সারাক্ষণ দৌড়ের সাথে সাথে এটাও চেক দিতে হবে যে, আমার প্রশ্ন ঠিক আছে কিনা... ব্যাপারটাকে একটু গণিতের ভাষায়ই ব্যাখ্যা করি...

মনে করি,

 আমার প্রশ্ন হিসেবে খুঁজে পেলাম "গ" কে... অর্থাৎ গ=প্রশ্ন

এখন, সূত্র মিলিয়ে দেখলাম, গ’য়ের কাছে পৌঁছানোর জন্য আমার প্রয়োজন কড় গুণে ১০০ টা স্টেপ বা পদক্ষেপ।

৯৯টা পদক্ষেপের পর আমি দেখলাম গ আমার প্রশ্ন না... আমার আসলে পৌঁছাতে হবে ক এর কাছে... তো, তখন কি কপাল চাপড়াবো?

মোটেও না...

৯৯টা পদক্ষেপ না ফেললেতো ক’কে চিনতামই না... সশব্দে ব্রেক করে আসল পথে গাড়িটাকে ঘুরায়ে পথ চলো...    অঙ্ক কষা শুরু করলে সবগুলা পদক্ষেপই আনন্দের... আর তখন জীবন কতটা সুন্দর হয়ে যায় তা প্রকাশের ভাষাতো এখনো আবিষ্কারই হয়নি... এ সৌন্দর্য শুধুই অনুভব করা যায়...  


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন