সাহিত্য

স্বরচিত একটি গান

স্বরচিত একটি গান
  আমি যেদিন হারিয়ে যাব ফেলোনা চোখের জল দোয়া করো ...... দোয়া করো খোদার সন্তোষ হয় যেন সম্বল।। মিথে্য মায়ার এই পৃথিবী শেষতো হবে জানি আল্লাহ ছাড়া থাকবেনা কেউ মনে প্রাণে মানি। তবুও কতো..... তবুও কতো পাপ করেছি পাইনা মনে বল।। আজকে আছি কালকে আমি হয়তো যাবো চলে এই পৃথিবী ধীরে ধীরে আমায় যাবে ভূলে ইয়া ইলাহী.... ইয়া ইলাহী তোমার পথে থাকি যেন অবিচল।।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)