সাহিত্য

রক্ত!

রক্ত!
  সেই ফেলে আসা দিনগুলোতে বারবারই ফিরে তাকাই, প্রাণোচ্ছল অগ্রগতির পথ ধরে যখন ছোট ছোট হাত দুটি নাড়তাম, যখন মমতার বন্ধনে তৃপ্তি, আর নির্ভরতা খুঁজে পেয়েছিলাম, যখন পথ চলা শুরু হয়েছিলো কারো হাত ধরে, একটু একটু করে যখন বুঝতে শিখেছিলাম, সেই তখনই পৃথিবীতে সবচেয়ে বেশী আমি কাকে ভালোবাসী তাও ঠিক করেছিলাম।   কিন্তু একদিনের নির্মমতা একটি বিকেলের নির্মমতা, আমার সেই প্রিয় মানুষটিকে ছিনিয়ে নিয়েছিলো! অজস্র রক্ত, এতো রক্ত! চিৎকার করে উঠেছিলাম, সেই চিৎকারে একটি সম্বোধন উচ্চারিত হয়েছিলো, "আব্বু"!! সেই থেকে দেখছি রক্ত, আজও দেখি, রাজপথে, বনে বাদাড়ে, ঘরের কোণে, শুধু রক্ত আর রক্ত! নিঃশ্বাসেও যেন লেগে আছে রক্তের গন্ধ!!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)