সাহিত্য

পথের খোঁজে-

পথের খোঁজে-
  অন্ধকারে নিমগ্ন একদল পথিকের সন্ধান পেলাম অচেতন মনে বললাম, তোমরা আঁধারে লুকিয়ে কেন? বেরিয়ে এসো, আলো ঝলমলে নির্ভীক পথে! এসো ঐ সূর্যের সখ্যতায় প্রাণভরে নিঃশ্বাস নাও! ওরা বললো, তুমি কী তবে রাত্রির স্নিগ্ধতায় শ্বাস নিতে ভুলে যাও?! কথা শেষে তাকায় একে অপরের দিকে, মুচকী হাসে, আমি বিব্রত হই, ওরা বলে, জানো এইতো উত্তম সময় আলোর পথের খোঁজ পেতে প্রভুর সান্নিধ্যে নিজেকে বিলিয়ে দেয়ার!   আমি মনোযোগী হই, ওরা সখ্যতার সাথে বলে, আমাদের যাত্রা পথ তোমাদের সাথেই সংযুক্ত, একই উচ্চারণে আমরাও সম্পৃক্ত তবে জানো কী এই পথে টিকে থাকতে হলে ঐ অন্ধকারের মালিকের কাছে হাতজোড় করতে হয় নয়তো এই অন্ধকার যে তোমার জন্য নেয়ামত তা তুমি ভুলেই যাবে!   অবাক নয়নে জলের আগমণ ঘটে, ওরা আরো বলে তোমার খুব কষ্ট তাইনা?! আমি বাকহীন হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকি, বলে, দ্যাখো এই পৃথিবীতে পূর্ণতা বলতে কিছু হয়না! এই পৃথিবীতো অপূর্ণতায় ভরা! পূর্ণতাতো সেখানে, সেই জান্নাতে! যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি, আর কোন অন্তর কল্পনাও করতে পারেনি! আমি বিস্মিত দৃষ্টিতে তাকাই, ওরা সম্মতি সূচক মাথা নাড়ে, আমি নরম কন্ঠে বলি, তবে আমাকেও ডেকে নিও তোমাদের সাথে!! ওরা আবারও মুচকী হাসে, আর মিলিয়ে যায় অন্ধকার রজনীর সাথে!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)