জী না! আমি লাক্স সুপার স্টার হতে চাইনা! দীপিকার মতো নায়িকার গায়ের দাম ই ২ টাকা!
২ টাকা ছাড় দিয়েছে জানাতে শরীর দেখাতে হয়!
আর আমি গেলে এক পয়সা ও পাবো কিনা সন্দেহ আছে!
হয়তো বলবে- আপাতত ইন্টার্ন করো। অভিজ্ঞতা হলেই পয়সা পাবে! আর অভিজ্ঞতা অর্জন করতে করতে নিজেই এক অভিজ্ঞতা হয়ে থাকব!
দুঃখিত! আমি লাক্স সুপার স্টার হতে চাইনা! আল্লাহর নফরমানি মূলক কাজে ইনশা আল্লাহ বলে ঝাপিয়েও পড়তে পারবো না। ( একজন দেখলাম , ইনশা - আল্লাহ ফ্রম তুলবো লিখেছে)
শরীর দেখিয়ে আগের যুগে পেট চালাত কারা?
এটা কে না জানে!
দুঃখিত! আমি এই যুগের দামী মডেল হতে পারবো না।
মডেল হয়ে একলা ফ্ল্যাটে বিষ খেয়ে পরে ও থাকতে পারবো না!
একেকদিন একেক প্রোডিউসার এর শয্যা সঙ্গী হয়ে আধুনিক বার বনিতা ও হতে পারবো না।
যেমন, শুনেছিলাম! আয়োজকদের কেউ কেউ নাকি বেশ নারী খাদক ও! ব্লগে অনেক লিখা হয়েছে এ ব্যাপারে!
দুঃখিত! নিছক সুন্দরের প্রদর্শন করে আমি আর ১০ টা সাধারণ মা বোন কে লালসার উপজীব্য করে তুলবো না!
আপনারা বলবেন- মেয়ে ! তুমি তো সুন্দর না বোধ হয়! না হয় কিছুই কি লুকানোর আছে!
আমি বলি- এমন সুন্দর নাইবা হলাম! যে সুন্দরে ক্ষত বিক্ষত অপবিত্র হয় শরীর! যে সুন্দর আমাকে কিছুই না লুকানোর শিক্ষা দেয়!
আপনারা বলবেন- আল্লাহ সুন্দর! তিনি সুন্দরকে ভালোবাসেন!
আমি বলবো- আল্লাহ বাহ্যিক সুন্দরের মুখাপেক্ষী নন! মনের পবিত্রতা আল্লাহ ভীতি ই আল্লাহর কাছে সুন্দর। নাহয় তো হাবশি গোলাম আর গৌড় বর্ণ আরবকে সমান ঘোষণা করা হতো না!
আপনারা বলবেন - আমরা খ্যাত! আন স্মার্ট!
আমি বলবো- আপনাদের স্মার্টনেসের খ্যাতা পুড়ি!
যে স্মার্টনেস আমাকে সুইসাইডে বাধ্য করে তা আমার লাগবে না।
আপনারা বলবেন- তোমরা এসবের যোগ্য না!
আমি বলবো- আমার যোগ্যতার জয়গানে আর কোন কালো মেয়ের যেন সংসার না পুড়ে। যে আপনাদের থেকে সুন্দর হওয়ার সার্টিফিকেট নিতে ব্যর্থ হয়েছে!
আপনারা বলবেন- পৃথিবী তোমায় ভুলে যাবে তুমি সুন্দর তা প্রমানে আজ ব্যর্থ যদি হও!
আমি বলবো- মৌসুমি, বিপাশা অপি করিমরা ও সুন্দর ছিল! সুন্দর ছিল শ্রী দেবী ও, ঐশ্বরিয়া রাই, রানী, প্রীতি জিন্তা ও! বুক কাঁপানো, দিল রাঙ্গানো মন জুড়ানো রেখা , হেমা মালিনী, জয়া বচ্চন ও।
এখন তাদের কেউ ফিরেও দেখেনা!
ফিল্ম ও মিডিয়া
আর মাত্র ৩ দিন বাকি!!! এবার তুমিও হতে পারো হতে পারো লাক্স সুপার স্টার!
ব্লগটি লিখেছেন: jerin
| ২৪ মে ২০১৪
জী না! আমি লাক্স সুপার স্টার হতে চাইনা! দীপিকার মতো নায়িকার গায়ের দাম ই ২ টাকা!
২ টাকা ছাড় দিয়েছে জানাতে শরীর দেখাতে হয়!
আর আমি গেলে এক পয়সা ও পাবো কিনা সন্দেহ আছে!
হয়তো বলবে- আপাতত ইন্টার্ন করো। অভিজ্ঞতা হলেই পয়সা পাবে! আর অভিজ্ঞতা অর্জন করতে করতে নিজেই এক অভিজ্ঞতা হয়ে থাকব!
দুঃখিত! আমি লাক্স সুপার স্টার হতে চাইনা! আল্লাহর নফরমানি মূলক কাজে ইনশা আল্লাহ বলে ঝাপিয়েও পড়তে পারবো না। ( একজন দেখলাম , ইনশা - আল্লাহ ফ্রম তুলবো লিখেছে)
শরীর দেখিয়ে আগের যুগে পেট চালাত কারা?
এটা কে না জানে!
দুঃখিত! আমি এই যুগের দামী মডেল হতে পারবো না।
মডেল হয়ে একলা ফ্ল্যাটে বিষ খেয়ে পরে ও থাকতে পারবো না!
একেকদিন একেক প্রোডিউসার এর শয্যা সঙ্গী হয়ে আধুনিক বার বনিতা ও হতে পারবো না।
যেমন, শুনেছিলাম! আয়োজকদের কেউ কেউ নাকি বেশ নারী খাদক ও! ব্লগে অনেক লিখা হয়েছে এ ব্যাপারে!
দুঃখিত! নিছক সুন্দরের প্রদর্শন করে আমি আর ১০ টা সাধারণ মা বোন কে লালসার উপজীব্য করে তুলবো না!
আপনারা বলবেন- মেয়ে ! তুমি তো সুন্দর না বোধ হয়! না হয় কিছুই কি লুকানোর আছে!
আমি বলি- এমন সুন্দর নাইবা হলাম! যে সুন্দরে ক্ষত বিক্ষত অপবিত্র হয় শরীর! যে সুন্দর আমাকে কিছুই না লুকানোর শিক্ষা দেয়!
আপনারা বলবেন- আল্লাহ সুন্দর! তিনি সুন্দরকে ভালোবাসেন!
আমি বলবো- আল্লাহ বাহ্যিক সুন্দরের মুখাপেক্ষী নন! মনের পবিত্রতা আল্লাহ ভীতি ই আল্লাহর কাছে সুন্দর। নাহয় তো হাবশি গোলাম আর গৌড় বর্ণ আরবকে সমান ঘোষণা করা হতো না!
আপনারা বলবেন - আমরা খ্যাত! আন স্মার্ট!
আমি বলবো- আপনাদের স্মার্টনেসের খ্যাতা পুড়ি!
যে স্মার্টনেস আমাকে সুইসাইডে বাধ্য করে তা আমার লাগবে না।
আপনারা বলবেন- তোমরা এসবের যোগ্য না!
আমি বলবো- আমার যোগ্যতার জয়গানে আর কোন কালো মেয়ের যেন সংসার না পুড়ে। যে আপনাদের থেকে সুন্দর হওয়ার সার্টিফিকেট নিতে ব্যর্থ হয়েছে!
আপনারা বলবেন- পৃথিবী তোমায় ভুলে যাবে তুমি সুন্দর তা প্রমানে আজ ব্যর্থ যদি হও!
আমি বলবো- মৌসুমি, বিপাশা অপি করিমরা ও সুন্দর ছিল! সুন্দর ছিল শ্রী দেবী ও, ঐশ্বরিয়া রাই, রানী, প্রীতি জিন্তা ও! বুক কাঁপানো, দিল রাঙ্গানো মন জুড়ানো রেখা , হেমা মালিনী, জয়া বচ্চন ও।
এখন তাদের কেউ ফিরেও দেখেনা!
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1849 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1736 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1589 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1577 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1522
অনলাইনে আছেন:
জনপ্রিয় ট্যাগসমুহ:
সম্পর্কিত ব্লগ
চলচ্চিত্র পর্যালোচনা – ‘দেবী’
নির্ভাণা
৫ ডিসেম্বার ২০১৮
সার্থক নারী
সাফওয়ানা জেরিন
২৩ আগষ্ট ২০১৫
বন্ধুরা থাকলেই জিতবে সবাই! !
সাফওয়ানা জেরিন
২৮ জুলাই ২০১৫
মেয়েদের কি বিয়ের আগেই প্রতিষ্ঠিত হতে হবে!
সাফওয়ানা জেরিন
৮ ফেব্রুয়ারী ২০১৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
সেক্যুলার তুরস্কে নারী ও নারী ভাবনা (পর্ব -৩)
সাফওয়ানা জেরিন
১৬ অক্টোবার ২০১৮
স্যেকুলার তুরস্কে নারী ও নারী ভাবনা ( পর্ব- ২)
সাফওয়ানা জেরিন
১৪ আগষ্ট ২০১৮
স্যেকুলার তুরস্কে নারী ও নারী ভাবনা ( পর্ব- ১)
সাফওয়ানা জেরিন
২৩ জুলাই ২০১৮
মাতৃত্ব একটি পেশার নাম( পর্ব -১)
সাফওয়ানা জেরিন
১৮ ডিসেম্বার ২০১৭
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)