সাহিত্য

জয়ীতা

জয়ীতা
  আমাদের চেনা শহরগুলোতো, কতশত জয়ীতার বাস, ঐ খানে ঐ নিরব গাঁথুনীর সাথে তাদের সখ্যতা, আড়ালে আবডালে কষ্ট করে যায় অন্যের জন্য! বিবর্ণ চাহিদাগুলোকে নতুন রূপে সাজিয়ে তোলে!   সমস্ত স্বত্তা উজাড় করে দেয় অন্যের জন্য, মলিন সভ্যতাকে ধুয়ে মুছে ঝকঝকে করে তোলে, সাদা কাগজে আবার  শব্দ তুলে লিখে যায় কতশত কাহিনী! তুমি অবাক হওনি কখনো, উৎসাহও দেওনি চুপে চুপে উপভোগ করেছো সমস্ত উদারতা! মনে রেখ এই জয়ীতারা তোমাদের পদদ্বয়ের শক্তি যুগিয়েছে দিনের পর দিন!!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)