সাহিত্য

পরিতৃপ্তি

পরিতৃপ্তি
  খরকুটোর মতো জীবন দেখেছো কী তুমি? আলগোছে যাকে তুলে নেয়া যায় হাতের মুঠোয়, অথবা ভাসমান জলস্রোতে দিকবিদিক চলতেই থাকে! স্বপ্ন দেখেনা, স্বপ্ন দেখায়, ওমন করে ভাসতে থাকার স্বপ্ন, যেখানেই রাত সেখানেই ঘুমের স্বপ্ন, দিনমান অনিচ্শিত যাত্রার স্বপ্ন!! ওহ! সে কী পরিতৃপ্তির ঢেকুর তোলে একবেলা পেট ভরে খেয়ে।   আমৃত্যু স্বপ্ন দেখে যাও তুমি, স্বপ্ন যেন তোমার দখলের বস্তু, সোণার হরিণ খুঁজে খুঁজে দিন রাত সমান করে দিচ্ছ, স্বপ্ন একটা পূরণ হলেই ছুটতে থাকো অন্য স্বপ্নের পিছনে। তুমি বুঝি আর ঘুমিয়ে স্বপ্নই দ্যাখনা, স্বপ্ন পূরণে সুখি হতে পারোনা!   আজও পথ চেয়ে আছি, তুমি ফিরবে বলে! আধকাপ চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে শান্তি খুঁজবে বলে, জানো! এখানের পাতাবাহারে অনেক পাতা গজিয়েছে, আমার চারিধার সবুজে ভরে গেছে, আমি অপেক্ষায় তোমার, পাতাবাহারের জলের ছোঁয়া আমার মুখমন্ডলে! আমি সতেজ হয়ে উঠি এক নিমিষেই, দিগন্ত বিস্তৃত পরিতৃপ্তি আমার মনের উঠানে, তুমি দেখলেই ঈর্ষান্মিত হবে, আর আমি মিটিমিটি হাসবো ঐ তারাদের মতো!!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)