সাহিত্য

হতাশার সমাধান

হতাশার সমাধান
অংকিত জীবনের ছন্দময় পথযাত্রা কখনো থেমে যায় কখনো নিঃস্বার্থ পাঞ্জেরীও স্বার্থপর হয়ে যায়। স্বচ্ছল পদচারণা কখনো হোঁচট খেয়ে হতাশ হয়ে যায় ভালোবাসা মেশানো হাতগুলোও কখনো হিংস্র রূপ নেয়।   কখনো বা জ্ঞানহীন আবেগ বিবেকের সমাধান কেড়ে নেয় বেঁচে থাকার ইচ্ছেটাও কখনো অর্থহীন হয়ে যায়। রাতের নিস্তব্ধতা কখনো কাউকে কষ্টের নদীতে ফেলে দেয় কখনো বা দিনের আলোক শিখাটাও কারো জীবনের আলো কেড়ে নেয়।   এতো সমস্যা, হতাশা, হীনমণ্যতা তবুও বেঁচে থাকতেই হয় স্রষ্টার দেয়া আমানত রক্ষার চেষ্টা করতে হয়।   ঐ দেখো আকাশ দেবে তোমায় প্রচুর উৎসাহ বিশালতার মধ্য দিয়ে নিজেকে প্রমানের পূণ্যাহ। দেখো চেয়ে সাগর বয়ে চলে সাথে নিয়ে গভীরতা তাকে অনুসরণ করো পেয়ে যাবে চলার সাহসীকতা।   বাতাস দেখো নিজেকে ছুঁয়ে দেয় নিঃস্বার্থ হয়ে নির্মল চলাচলে তৃপ্তি খোঁজে আপ্লুত হৃদয়ে। ঐযে বৃক্ষ দেখো মাথা উঁচু করে দাঁড়িয়ে স্রষ্টার মহিমা প্রচার করে সব বাহু বাড়িয়ে।   ঐতো সূর্য দেখো আছে আলো ছড়াতে নতুন উদ্যোমে প্রাণী জগতের কর্ম স্পৃহা বাড়াতে।   হতাশার পেছনেই লুকানো আছে সমাধান খুঁজে নিতে ভূল নয় চেষ্টা করো আপ্রাণ।।    

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)