অনির্ধারিত

এখন উপায়??

এখন উপায়??
প্রতিটা মানুষ জন্ম থেকেই কিছু মানবীয় গুন সহকারে এই দুনিয়ায় পয়দা হয়। কেউ জেদি, কেউ রাগি, কেউ হাসিখুশি, কেউ অবুঝ, কেউ আহ্লাদী, কেউ আবার গম্ভীর। এখন এই হাসিখুশি মানুষ টাকে যদি এমন এক লোকের সামনে এনে বলা হয় এর সাথে তুমি সারাজীবন থাকবে কিন্তু তোমাকে গম্ভীর থাকতে হবে, কারণ উনি বেশি হাসি তামাশা পছন্দ করেননা। আবার যদি গম্ভীর বেক্তিকে হাসিতামাশা পছন্দ করা বেক্তির কাছে এনে রাখা হয় আর বলা হয় এখন থেকে সারাক্কন হাসতে হবে। তবে কি উপায় হবে ওদের? যদি ভদ্র মানুষটির মত ওরা "ওকে" বলে নিজের চরিত্রের বিপরিত হওয়ার চেষ্টায় ব্রতী হয়, তখন অনিচ্ছা বসত নিজের স্বভাব বলে কখনোও যদি হাসিখুশি বেক্তিটা খিলখিলিয়ে হেসে ফেলেন আর গম্ভীর বেক্তিটা কোন পচা কৌতুক শুনে ও না হাসেন তবে এখানে দোষ টা কার? 191012,xcitefun-funny-cute-baby-face-13

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)