সাহিত্য

আজ বর্ষা এসেছিলো

আজ বর্ষা এসেছিলো
  আজ সকালে বর্ষা এসেছিলো, কালো মেঘে, অন্ধকার হয়েছিলো চারপাশ। আমি দাঁড়িয়েছিলাম বেলকণির গ্রীল ঘেঁসে, মাটি সোঁদা গন্ধে, প্রাণ ভরে নিঃশ্বাস নেবো বলে, হাতের মুঠোয় বর্ষাকে নেবো বলে।   আজ সকালে বর্ষা এসেছিলো, মাটির ঐ গন্ধে আমি মাতাল হয়ে যাই যেন, বর্ষার  ছোঁয়ায় আমি উড়ে বেড়ায় যেন, আকাশে, বাতাসে, মাটিতে, নদীতে, সবখানে আমি শুধু উড়তেই থাকি।   মাঝে মাঝে ভাবি, আমি যদি বর্ষা হতাম! আমি যদি সমস্ত ধুলি মলিনকে ধুয়ে দিতে পারতাম! ওগো বর্ষা দ্যাখোনা, তোমার ছোঁয়ায় সবকিছু কেমন ঝকঝকে তকতকে! গাছের পাতাগুলো কেমন উজ্জ্বল হাসছে! তাইতো মনের আনন্দে বলছি, আজ সকালে বর্ষা এসেছিলো।।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)