সাহিত্য

ক্লান্ত বিকেল

ক্লান্ত বিকেল
একটু একটু করে বিকেলটা নামছে খানিক সময় বাদে সূর্য থাকবে আমার চেয়ারটার সামনে, ধোঁয়া উঠা চায়ের কাপ আর প্রিয় কবিতার বই আমি এখন এসবেই ডুবে রই... একটা সময় ছিলো,বিকেলটা আরো বেশি সুন্দর আর প্রানবন্ত ছিলো, হাসিমুখ আর উচ্ছ্বাসিত সুর সব ব্যাথা ভুলে যাওয়া যেতো বহুদূর... বিকেলটা এখন অনেকখানি ক্লান্ত আমি নিজেও অনেকটা শ্রান্ত, সময়টা তাই কেটে যায় কবিতার বইয়ের পাতা উল্টে অথবা নীল মলাটের ডায়েরীর পাতায় কাব্য লিখে... জীবন বড্ড অপূর্ণ! ক্লান্ত বিকেল কাটাবার জন্য সমুদ্রপাড়ের সুখ আজো পাওয়া হলো না, সবুজ ঘেরা পাহাড়ের ভাঁজে বসে কবিতার স্বাদ নেয়া আজো হলো না... ফুরোয় বিকেল সন্ধ্যে এখন নামবে প্রাণ খুলে গান গেয়ে সন্ধ্যেটাকে সাজাবে মাধবীলতার গন্ধসুধা আর মালঞ্চের আবেশ খানিকটা সময় ভুলিয়ে দিবে ক্লান্তির সব আবেশ...

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)