পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )

ক্ষমা করুন, আমি আপনার যোগ্য নই-

ক্ষমা করুন, আমি আপনার যোগ্য নই-
  বায়োডাটার মাধ্যমে আপনার পরিচয় জানি, তারপর আপনার আত্মীয় এসেছিলো আমায় দেখতে। হ্যা, শুধু দেখা পর্যন্তই। আমার মানসিকতা পরখ করলো না, নামাজ-কু’রআন পড়ি কিনা তাও জিজ্ঞাস করলো না। আমার বায়োডাটায় থাকা ফেসবুক নোট ও ব্লগের লিঙ্কও তারা দেখলো না। হতে পারে তারা গুরুত্ব দেয় নি, যদিও সেটাই মূলত আমি। পরে ঘটক মারফত বললো- আমাকে নাকি আপনাদের পছন্দ হয়েছে। কিসের ভিত্তিতে পছন্দ হলো আল্লাহ মালুম। তবে, আমি যে আপনার যোগ্য নই! কারণ- আমি সারাদিন পড়ি আর লিখি। আর আপনার ফ্যামিলি আমার সেই ধ্যান-ধারণা বিচার না করে শুধু দেখে বললো- "পছন্দ”। না রে! মাফ করুন। আপনার সাথে আমার মিলবে না। আমি যে মানুষকে সেভাবে বিচার করি না! আপনার আত্মীয়’র ব্যবহারে অনৈতিকতার ঘ্রাণ পেয়েছি। উনাদের মানসিকতা দেখলাম- ওরা মেয়েদের বেপর্দা ছবি তুলতে সংকোচবোধ করেন না- আর তাই তো আমাকে মাথার ওড়না খুলতে বলেন, যাতে উনারা নিজের মোবাইলে আমার ছবি তুলে নিয়ে যেতে পারেন। উনারা একটা প্রিন্টেট কপি চাইলেই পারতেন। কিন্তু চান নি। হ্যা, আমি জানি অনেক পরিবারের level of thinking সেরকম না। তবে তথাকথিত আধুনিক যুগের কুকর্ম বোধ হয় আপনার চোখ এড়িয়ে গেছে। যেখানে –সেখানে যার তার মোবাইল কিংবা ক্যামেরায় পর্দা ছাড়া ছবি তোলা মানেই বিপদ। কোনো নষ্ট মানুষের হাতে লেগে যেতে পারে। তখন? কিন্তু আপনার পরিবার সেভাবে চিন্তা করে না। তবে আমি যে করি! থাক, আপনার সাথে বোধ হয় আমার মিলবে না। আর আমি কাউকে মানসিক ভাবে অত্যাচার করতে চাই না। জানলাম, আপনার বাবা নাকি লীগের সভাপতি। না, না আমি খারাপ বলছি না। হতেও পারে আবার নাও। তবে অধিকাংশ লীগেরা যে খারাপ। একটা কিছু কথার উল্টা পাল্টা হলো আর ওমনি যদি রামদা, বটি কিংবা পিস্তল নিয়ে তেড়ে আসেন-তখন? মাফ চাই। আমি আপনার যোগ্য নই।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
আমার ডিভাইস ভাবনা

আমার ডিভাইস ভাবনা

২২ জানুয়ারী ২০২৪

হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ে রক্তক্ষরণ

২৮ ডিসেম্বার ২০২৩

আমার বাচ্চা খায় না!!????

আমার বাচ্চা খায় না!!????

২৪ ডিসেম্বার ২০২৩

লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন