নিজের সম্মান নিজেই বজায় রেখে চললে, অতিরিক্ত নয় বরং উপযুক্ত কথা স্পষ্ট ভাষায় বললে; অপর কেউ অনৈতিক পন্থায় এগিয়ে আসার সুযোগ পায় না। সেই সাথে পরিবার ও সমাজ- দুটোই ভালো থাকে। কথাটা নারী-পুরুষ সবার জন্যই। আলোচ্য বিষয়- করপোরেট দুনিয়া।
অনেক করপোরেট মেয়েদের দেখা যায়- চাকরি রক্ষার স্বার্থে, বসকে খুশি করতে, কাস্টমারদের টানতে -বেশ আবেদনময়ী ভঙ্গিতে কথা বলে। যদিও পরোক্ষভাবে উনারা নিজেকেই অন্যের সামনে ছোট করে। কারণ, অনেক কাষ্টমাররাই থাকে- একটা মেয়ে যখন মিষ্টি করে কথা বলে- তখন ইচ্ছে করে-তার কাছ থেকে মনোরঞ্জন করার জন্য আগ বাড়িয়ে, কাজ না থাকলেও কথা বলে। “আরে! দেখ না, কি সুন্দর করে কথা বলছে, দাঁড়া কথাগুলো আরেকটু প্যাঁচাই”! এভাবে মেয়েদের কাছ থেকে অনেকেই মজা নিতে চায়। হ্যাঁ, অবশ্যই বিবাহিত/অবিবাহিত পুরুষ বস/সহকর্মী/কাস্টমারদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠবেই। তবে সেই সাথে বলতে হয়- আমরা অন্যকে মজা নেয়ার সুযোগটা দিচ্ছি কেনো?
সুতরাং, নিজেকে নিরাপদে রেখে অন্যকে নিজের অনিষ্ট থেকে নিরাপত্তা দেয়াই বুদ্ধিমানের কাজ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)