ইন্টারন্যাশনাল উইমেন

Not the slaves, we are workers...

Not the slaves, we are workers...
কানে এয়ারফোন গুঁজে বিবিসি বাংলা'র 'প্রত্যুষা' শুনতে শুনতে যাচ্ছিলুম অফিসে। আনমনা আমাকে হঠাৎ-ই জাগিয়ে তোলল শত নারী কন্ঠের শ্লোগান- "Not the slaves, we are workers..." নতুন গৃহকর্মী আইনের বিরুদ্ধে আন্দোলন করছে ইংল্যান্ডের নারীরা। যে আইন অনুযায়ী দুই বছরের আগে গৃহকর্মীরা তাদের মনিব কে ছেড়ে যেতে পারবে না। প্রতিদিন অসংখ্য গৃহকর্মী নির্যাতন সইতে না পেরে পালিয়ে যাচ্ছে মনিবের বাসা থেকে। আর তারপর অবৈধ অভিবাসী হয়ে ঘুরে ফিরছে নতুন কাজের খোঁজে নতুন করে নির্যাতিত হওয়ার জন্য। অনেক পাত্তি খরচ করে এসেছে, দেশে ফিরে যাওয়ার ও যে জো নেই। সমাজ কর্মীরা বলছেন এ আইন দাসপ্রথার নতুন সংস্করণ। রাজনীতিবিদ রা ব্যাখ্যা করছেন, দীর্ঘ সময় একসাথে থাকার মাধ্যমে গৃহকর্মী আর মালিকের সম্পর্ক বৃদ্ধি পাবে। অফিসে এসেই ভয়াবহতা বুঝার জন্য গুগলে ঢুঁ মারলাম। দেখলাম একই অবস্থা হংকং এ ও। শুধু সেখানে না মিডল-ইস্টে ও। সবখানে। সর্বত্র। গৃহকর্মী নির্যাতনের কোন জাত নাই, অঞ্চল নাই, ভাষা নাই, ধর্ম নাই। গৃহকর্মী'র জন্মই নির্যাতিত হওয়ার জন্য। বাংলাদেশ ও পিছিয়ে নেই। পত্রিকায় প্রকাশিত সেই সব বিভৎসতার পুনরোল্লেখ করে নতুন কষ্টের কারন হওয়া ছাড়া কিছুই হবে না। দাসপ্রথা হারিয়ে গেলেও গৃহকর্মীরা এখনো বয়ে বেয়াচ্ছে তারই প্রতিকৃতি। প্রতিবাদী নারীদের শ্লোগানের জয় হোক। দাস নয়, আমরা কর্মী। মানবতা মুক্ত হোক নব্য দাসত্বের শৃংখল হতে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)