বিবিধ

লোকাল বাস

লোকাল বাস
চলে ধীরে। সবাইকে সাথে নিয়ে চলে। লোক দেখলেই থেমে যায়। তুলে নিতে চায় কোলে। লোকাল বাস- জীর্ণ-শীর্ণ, ক্ষীনকায় অবয়ব। চলে ধীরে ধীরে, কদম গুনে গুনে, মাটি কামড়ে কামড়ে। ‘সময়নিষ্ঠতা’ তার অভিধানে নেই। কোন কালে ছিল কিনা তা মনে করার জো নেই, থাকলেও মুছে গেছে আপনাতেই। কেউ মুছে দেয়নি। গন্তব্য ঠিকই আছে যেমন ছিল, পৌঁছেও। তবে সময়ের ধার ধারে না, ঊষার এলার্জি গোধূলীতে চুলকায় এই যা। অবহেলিত, উপেক্ষিত কিন্তু উপেক্ষা করে না। মানব অস্তিত্ব আঁচ করলেই দাঁড়িয়ে যায়, বুকে টেনে নিতে চায়। সবাইকে সাথে নিয়েই পথ চলতে চায় যতক্ষন বুকে ঠাঁই থাকে। একা একা গন্তব্যে যে যেতে পারবে না তা নয়। ভালবেসে সবাইকে সাথে নিয়ে চলার আনন্দ আর ক’জন-ই অনুভব করতে পারে। একলা চলার অতৃপ্তিই তার ভালবাসার অনুপ্রেরণা। যে ভালবাসায় কোন পক্ষপাতিত্ব নেই। নেই জাত-পাতের ভেদ। সবাইকে কাছে টানে। তাই প্রতি স্টপিজ এ থামে। অহংকারের লেশ মাত্র নেই, শুধু ভালবাসা আছে। ভালবাসার অভিপ্রায়ে পথ চলে কিন্তু পায় না। যাওয়ার কালে বেবাক মানুষ গালিই দিয়ে যায়। অবজ্ঞা আর অপমান সত্ত্বেও থমকে যায় না। একটু অভিমান করে হয়তো। তাও অন্তরালে। পিষ্ট হয়, পুষ্ট করে তবু অতিষ্ট হয় না। চুপ করে হজম করার একটা মারাত্মক ভালো গুণ তার আছে। সতত কত শত গল্প জমা হয় তার বুকে। বিচিত্র জীবন আর মানুষের অভিজ্ঞতা গল্প হয়ে নির্গত হয় কর্ণকূহরে। শুধু শুনে যায়, প্রতিক্রিয়া কমই।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ