সাহিত্য

শুকনোপাতার কাব্য-২৫

শুকনোপাতার কাব্য-২৫

আজকাল সব গল্পেরা ঠিক গল্প হয়ে জমে না,
ভালোবাসা আটকে গেলেও জীবন কোথাও থামে না,
সময় গড়িয়ে সময় বদলায়
তবু সময়ে কেউ আটকে নেই
হিসেব কষে সুখটা মেপে কষ্টগুলো বেঁচে দেই!


কেউ পাত্রাকারে কেউ বা নিজ আকারে
তবু বাঁচার চেষ্টা অনেক
রোজ মরতে চাওয়া আত্নাটাও
বেঁচে থাকে শতেক!


কোথাও কেউ থেমে নেই
চায়ের কাপে কাপড়ের ভাঁজে
অল্প তেলে কড়া রোদে
শত ব্যস্ততা আর অসহায় অবসরে
কোথাও কেউ না কেউ এখনো বাঁচে। 


রোজ একবার হলেও নতুন করে
ভাবে,বেঁচে থাকাটা তো মন্দ নয়
কেবল ভালোবাসাটাই কষ্টময়! 

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন