অকারনে হুটহাট মন খারাপ হওয়ার নাকি একটা বয়স থাকে!
অল্পতেই অনেক অভিমান করারও নাকি একটা বয়স থাকে!
কারণ, জীবনের এই মান-অভিমান,রাগ-অনুরাগের বৃত্তাকার চক্র নাকি
মনুষ্য জগতের নির্দিষ্ট সব অনির্দিষ্ট ছকে বন্দী!
আর সময়ের সেই ছকে আবদ্ধ
ছোট্ট জীবন খানি।
কিন্তু কেউ কেউ তো থাকে
নিয়ম ভাঙ্গার দলে!
থাকে তো,তাই না?
কেউ না কেউ তো থাকে,
নিয়মের বাইরে নিয়ম গড়ে!
তবে, তেমন কেউ কেউ বা কেউ না থাকলেও ক্ষতি নেই!
কারন, কিছু নিয়ম একাই ভাঙ্গতে হয়
কিছু একলা আনন্দ একাই তৈরী করতে হয়!
তারপর সেই একলা গল্পের ইতিটাও নিজেকেই টানতে হয়।
তোমার হয়ে তোমার গল্প
কেউ লিখবে না কখনো
হয়তো শুনতেও চাইবে না
কেমন ছিলো তোমার গল্পে
তোমার জন্য তুমি!
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)