ক্রমাগত লড়াই করতে করতে
এক সময় ভুলেই যায়,আদতে সে কি চায়?
কেন ই বা লড়ছে!
বেঁচে থাকার লড়াই নাকি টিকে থাকার
না কি কিছু বদলাবার!
বহুদিন পর কেউ সুধায়
কি চাও তুমি? কোনটা?
বড্ড অপ্রস্তুত ঠেকে!
কি যেনো ছিলো চাওয়ার? কেমন যেন?
ঠিক কবে কখন কিভাবে কিছু চেয়েছিলো
আজ তা বিস্মৃতির অতলে
বেঁচে থাকার জন্য
হারিয়ে কুড়িয়ে বেঁচে যাওয়া যা কিছু ভিন্ন
এখন তার বহুটাই কর্পূর!
#কবিতা #মাঝদুপুর #হেমন্ত
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)